স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরা শহরস্থ মেহেদীবাগের মাসজিদে কুবা কমপ্লেক্সে গত ১৭ ও ১৮ ডিসেম্বর শনি ও রবিবার আলোর দ্রুতি ছড়িয়েছে, আলোক আভার বিচ্ছুরন বিস্তৃত হয়েছে। শহরের কর্মব্যস্ততাকে উপেক্ষা করে গ্রামের অজপাড়া গাঁয়ের জনমানুষের স্রোত মাসজিদে কুবায় প্রবাহমান হয়। উদ্বেগ, আগ্রহ, কৌতুহল, আগ্রহের আর দর্শনের স্রোত ছিল একাকার। এসকল আয়োজন ছিল হাতের লেখা মহাগ্রন্থ আল কোরআন, কেবল হাতের লেখা তা নয়, বিশ্বের বৃহৎ পবিত্র কোরআন শরিফ দেখার অদম্য উদ্দিপনা। সব বয়সের মানুষের বাঁধভাঙ্গা জোয়ার এমন অভাবনীয় দৃশ্য কেবল মাত্র উপস্থিত দর্শনার্থীরা অনুভব করেছেন। এমন দুর্লভ হাতের লেখা কোরআন শরীফ সম্পর্কে জানার ও দেখার ব্যবস্থা করলেন মাসজিদে কুবার পরিচালনা পরিষদ। হাতের লেখা কোরআন শরীফটির বিশেষ বৈশিষ্ট্য দৈর্ঘ্য ১১ ফুট, প্রস্থ ১৭ ফুট ৪ ইঞ্চি, পৃষ্ঠা সংখ্যা ১৪২, ওজন ৪শত ৫ কেজি। কেবল বিস্ময় নয়, বিস্ময়ের বিস্ময় হাতে লেখা এমন কোরআন শরীফের বাস্তবতা। মাসজিদে কুবার সভাপতি ও দৃষ্টিপাত সম্পাদক প্রকাশক জিএম নূর ইসলাম অবলিলায় তাই বললেন বিশ্বের বৃহৎ হাতে লেখা কোরআন শরীফের প্রদর্শনী আয়োজন করতে পেরে মসজিদ পরিচালনা পরিষদ আত্মতৃপ্তি অনুভব করছেন। আলোকিত প্রদর্শনীর ক্ষেত্রে মাসজিদে কুবার উপদেষ্টা সাবেক ফিফা রেফারী সাতক্ষীরার কৃতি সন্তান তৈয়েব হাসান বাবুর প্রচেষ্টা ছিল যথার্থ। কমিটির অপরাপর সদস্য, এলাকাবাসির সহযোগিতায় সম্ভব হয়েছে। সাতক্ষীরার সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হওয়া হাতের লেখা কোরআন শরীফের প্রদর্শনীতে সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু সহ সমাজের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। এমন আয়োজন সাতক্ষীরা বাসি মনে রাখবে, এমন উচ্ছ¡াস তাদের হৃদয়পটে চিরজাগরুক থাকবে।