রবিবার, ১৮ মে ২০২৫, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনে বিএসএফের রেখে যাওয়া ৭৫ জনকে পরিবারের কাছে হস্তান্তর দেবহাটা বিএনপির সদস্য নবায়ন উদ্বোধনী আয়োজনে জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত কলারোয়ায যুবদল নেতার ওপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ মুন্সীগঞ্জে তাপদাহে পানি ও খাবার স্যালাইন বিতরণ শ্রীউলায় ইউনিয়ন পর্যায়ে সমন্বয় সভা অনুষ্ঠিত তারুণ্যের সমাবেশ সফল করতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা ভাড়াশিমলায় ২৫০ প্রান্তিক কৃষানের মধ্যে সবজির বীজ বিতরণ খুলনার সাবেক মহিলা কাউন্সিলর গ্রেফতার বসন্তপুর ফকিরপাড়া জামে মসজিদে বার্ষিক ওয়াজ মাহফিল

“মাসজিদে কুবা” নামাজ আর ধর্মীয় শিক্ষার পাশাপাশি মানবতার মনোমুগ্ধতার উচ্চতায়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

দৃষ্টিপাত রিপোর্ট \ মসজিদ আল্লাহর ঘর হিসেবেই মনে প্রাণে বিশ্বাস করে মানবতা। পবিত্র মসজিদে নামাজ আদায় এবং ধর্মীয় শিক্ষাই দীর্ঘদিনের প্রাথা। সময়ের ব্যবধানে আর বাস্তবতার নিরিখে কোন কোন মসজিদ ধর্মীয় বিধান পালনের পাশাপাশি মানব কল্যাণ, মানব উন্নয়ন সহ সেবাধর্মী আর জ্ঞান অর্জনের ক্ষেত্রে কাক্সিক্ষত অগ্রগতিতে পৌছেছে। সাতক্ষীরা শহরের মেহেদীবাগানস্থ মাসজিদে কুবা এমনই এক আলো ঝলমলে মানবতার উজ্জ্বলতার শিখরে নিজেকে নিয়েছে। খুলনা রোড পেরিয়ে আর সার্কিট হাউস সড়ক অতিক্রম করে অল্প কিছু দুরেই আলোক উজ্জ্বল মসজিদে কুবা, আধুনিক শিল্পস্থাপত্য, কারুকাজ সৌন্দর্য মন্ডিত আরবি হরফ সম্বলিত আল্লাহর বহুবিধ গুণকীর্তন সম্বলিত মসজিদে কুবা মানবতা আর মানব উন্নয়নের গতিপথকে অতিক্রম করে চলেছে। জীবন রক্ষা ঔষধ আর চিকিৎসা এই প্রতিষ্ঠানকে যেমন আলোকিত করেছে অনুরূপ শত শত হতদরিদ্র, দুঃস্থ, অসহায় সম্বলহীন মানুষকে সুচিকিৎসা দিয়ে চলেছে। লাশ গোসল, পাঠাগার, চিকিৎসা সেবা, ধর্মশিক্ষাসহ বহুবিধ বিভাগ চলমান মসজিদ কুবার আয়োজনে। গত সোমবার সাতক্ষীরা শহরের সার্কিট হাউস সড়ক ছিল লোকে লোকে ভরপুর। লোকে লোকারন্য না হলে সড়কটিতে যাতায়াতকারীদের উল্লেখযোগ্য স্রোত ছিল মাসজিদে কোবামুখি। এদিন কোবামাসজিদ কতৃর্পক্ষ মানবতার উজ্জ্বলতার এক অনন্য অসাধারণ সম্মিলন ঘটিয়েছিল। মানব জীবনের অন্যতম সম্পদ চোখ। দৃষ্টিশক্তিই শেষ কথা অন্ধজনে দেহ আলো, চোখ রোগের সুচিকিৎসার মহাবৃতকে সঙ্গী করে শত শত চক্ষুরোগী চিকিৎসা নিয়েছে। বিনামূল্যে চিকিৎসাই শেষ কথা নয় রোগীরা চিকিৎসা সেবা পাওয়ার পাশাপাশি চিকিৎসা উপকরণও পেয়েছে। মাসজিদে কুবা কেবল স্থাপত্য আর সৌন্দর্য্য বিকিরণের ক্ষেত্র তা নয় মসজিদটি ইতিমধ্যে জগৎ সংসারের মানুষগুলোকে জানান দিয়েছে মসজিদ কেবল আল্লাহর এবাদত করেই তার দায়িত্ব শেষ করছে না, আল্লাহর সৃষ্টিকে সহযোগিতা এবং নানানভাবে এগিয়ে নিচ্ছে। সোমবারের আলো ছড়ানো আয়োজনে উপস্থিত হল সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমদ, পুলিশ সুপার মোহম্মদ মনিরুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জেড আই আতিক, সাতক্ষীরার সমাজসেবার পথিকৃত ডা: আবুল কালাম বাবলা, অতিথিরা মাসজিদে কুবার মানুষের প্রতি মানুষ, সবার উপর মানুষ সত্য, মানবতার জয়গানের মহাউদ্যোগ প্রত্যক্ষ করলেন। সেই সাথে ভূয়সী প্রশংসা আর এই মানবিকবোধ যেন অব্যাহত থাকে এমন প্রত্যশা ব্যক্ত করলেন। অতিথিরা অবলিলায় বললেন মসজিদটি যেমন অতি মনোমুগ্ধকর অনুরুপ মসজিদটির পরিচালনায় কর্মরত তা কেবল দায়িত্বশীল নন, নিশ্চয় সাদামনের মানুষ, মানবতার পক্ষের যে কারণেই এমন মহা আয়োজনের ধারাবাহিকতা চলমান। অতিথিদের স্বাগত জানান এবং সামগ্রীক ব্যবস্থাপনায় মসজিদ কতৃর্পক্ষ সত্যিকার অর্থে অনন্য অসাধারণ কর্মতৎপরতা দেখিয়ে চলেছেন। মসজিদ পরিচালনা পর্ষদ সভাপতি দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জি এম নূর ইসলাম, উপদেষ্টা ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু, সম্পাদক আ: রশিদ সহ অন্যান্যরা অতিথিদের মসজিদের মানবসেবার বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। এবং প্রতিটি অংশ ঘুরিয়ে দেখান। সবশেষ সভাপতি দৃষ্টিপাত সম্পাদক ও প্রকাশক জি এম নূর ইসলাম ও উপদেষ্টা ফিফা রেফারী তৈয়ব হাসান বাবু অতিথিদের ধন্যবাদ জানান এবং আগত রোগীদের অতি দ্রুততার সাথে সুস্থ্যতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com