প্রতাপনগর (আশাশুনি) প্রতিনিধিঃ দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতাপনগর আবু বকর সিদ্দিক সিনিয়র ফাজিল মাদ্রাসার বাৎসরিক ইছালে সওয়াব মাহফিল উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা এগারোটায় মাদ্রাসা মসজিদে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সল্পো পরিসরে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। পরামর্শ আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসা গভর্নিং বডি ও মাহফিল পরিচালনা কমিটির সভাপতি অত্র মাদ্রাসা প্রতিষ্ঠাতা মরহুম আলামা বুরহান উদ্দিনের সুযোগ্য সন্তান ঢাকা আলিয়া মাদ্রাসার সহযোগি অধ্যাপক আলহাজ্ব মুহাদ্দিস জি এম মেহেরুলাহ। সভায় সরকারি আইন সৃংখলা বজায় রেখে মাহফিল পরিচালনার লক্ষ্যে দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ পরামর্শ মূলক আলোচনা করেন ও উপস্থিত ছিলেন মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ আব্দুল মান্নান, নওয়াবেকী কাদিরিয়া সিনিয়র মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ আলহাজ্ব মাওঃ আব্দুল খালেক, প্রতাপনগর এ বি এস ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওঃ অহিদুজ্জামান, প্রতাপনগর আল আমিন মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মাসুম বিলাহ, প্রভাষক মাওঃ নূরুল ইসলাম, আলহাজ্ব মাওঃ আইয়ুব আলী, নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু দাউদ ঢালী, মাদ্রাসা গভর্নিং বডির সদস্য আকরাম হোসেন সানা, মাওঃ রিয়াছাত আলী, দৃষ্টিপাত সাংবাদিক মাসুম বিলাহ, মাওঃ কামরুজ্জামান সহ নব নির্বাচিত ইউপি সদস্য বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।