স্টাফ রিপোর্টার \ ইসলামী বক্তা ও শিল্পী কবির বিন সামাদকে বিএনপির সাবেক জেলা আহবায়ক চেয়ারম্যান আব্দুর রউফ কর্তৃক মাহফিলের স্টেজ থেকে অকথ্য ভাষায় গালিগালাজ, হুমকির প্রতিবাদ, গ্রেফতার এবং শাস্তির দাবিতে জেলা প্রসশাসক বরাবর স্বারকলিপি প্রদান ও মানব বন্ধন করেছে তৌহিদী জনতার ব্যানারে আলেম ওলামা। বৃহষ্পতিবার বিকাল ৫টায় সাতক্ষীরা প্রেসক্লাব সংলগ্ন সড়কে এ মানব বন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ওসমান গণিত সভাপতিত্বে অনুষ্ঠিত বন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ মসজিদ মিশনের সাতক্ষীরা জেলা সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মনিরুল ইসলাম বেলালী, মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা আহম্মদ আলীসহ অনেকে বক্তব্য রাখেন। বক্তারা চেয়ারম্যান আব্দুর রউফকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবী জানান।