শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১০:৩৩ অপরাহ্ন

মাহমুদুল্লাহ ইস্যুতে মুখ খুললেন বিসিবি পরিচালক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

এফএনএস স্পোর্টস: আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। আসন্ন টুর্নামেন্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দলে জায়গা হয়নি অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদের। আর তা নিয়ে চলছে আলোচনা। অভিজ্ঞ এই ক্রিকেটারকে দলে ফেরানোর দাবিতে মানবন্ধন করছেন সমর্থকরা। শুক্রবার রিয়াদ ইস্যুতে কথা বলেছেন বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু। তিনি বলেন, ‘রিয়াদের ক্ষেত্রে যেভাবে আলোচনায় আসছে, সেটা আসলে ওইভাবে আলোচনায় আসার মতো মনে হয় না। যার শুরু আছে, তার একটা সময় শেষ আছে। প্রত্যেক ক্রিকেটারই একটা সময় জাতীয় দলে অন্তর্ভুক্ত হয়, আবার বাদও পড়ে।’ বিসিবির এই পরিচালক আরও বলেন, ‘রিয়াদের ব্যাপারটা আমাদের প্রধান নির্বাচক বলেছেন। ক্রিকেটার তৈরি করা থেকে খেলানো নিয়ে ক্রিকেট বোর্ড কাজ করে আসছে। একদম জিরো লেভেল গ্রাউন্ড থেকে টপ লেভেল পর্যন্ত যেভাবে প্রসেসের মধ্যে চলে ক্রিকেট। সেই প্রসেসেরই অংশ হিসেবে সমস্ত কিছু নির্ধারণ করা হয়।’ বোর্ড তার নিয়মেই চলবে মন্তব্য করে টিটু বলেন, ‘ক্রিকেট বোর্ডের যে নিয়ম আছে, সে নিয়মেই চলবে। রিয়াদ দীর্ঘ সময় জাতীয় দলে ছিলেন। আমাদের ক্রিকেটে তার অবদান ব্যাপক।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com