এফএনএস স্পোর্টস: আর দুই দিনের মাঝেই টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করতে হবে। ক্রিকেটপাড়ায় গুঞ্জন আছে, সম্ভাব্য বুধবার দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদ উলাহ এই দলে থাকবেন কি না, সেটা বড় প্রশ্ন। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এই প্রসঙ্গে কিছুই বলতে নারাজ। তার ভায়রা ভাই মুশফিক আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিলেও মাহমুদ উলাহ সেটা করেননি। তবে পাপন চান, মাহমুদ উলাহ-মুশফিকদের মতো সিনিয়র ক্রিকেটাররা মাঠ থেকে অবসর নিন। মাহমুদ উলাহকে মাঠ থেকে বিদায় দেওয়া হবে কি না―এমন প্রশ্নের জবাবে মঙ্গলবার মিরপুর শেরে বাংলায় বিসিবি সভাপতি বলেন, ‘যদি ওর অবসর নিতেই হয় কিংবা ওকে যদি দলে জায়গা দিতে না পারি, তাহলে অবশ্যই তাকে এই সুযোগ (মাঠ থেকে অবসরের) তো দেওয়া উচিত মিনিমাম। এইটুক সম্মান তো করা উচিত। কারণ মাহমুদ উলাহ রিয়াদের যে অবদান, আমরা তো কেউ খাটো করে দেখার কোনো সুযোগ নাই। বহু ম্যাচ জিতিয়েছে আমাদেরকে। এবং মুশফিকও। মুশফিক যে অবসর নিয়েছে, আমাদের তো খারাপ লাগে। মুশফিক আমাদের সেরা ব্যাটারসম্যান―শেষ দিন পর্যন্ত আমি বলে যাচ্ছি। আমি মনে করি সে আমাদের সেরা ব্যাটসম্যান। ’ ক্রিকেটারদের মাঠ থেকে বিদায় দিতে চান জানিয়ে পাপন আরো বলেন, ‘হয়েছে একেকটা ফরম্যাটে একেকজনের অনেক সময় হয় না (পারফরম্যান্স), টিম কম্বিনেশনের জন্য হয় না (দলে সুযোগ); সেটা ভিন্ন ইস্যু। ভবিষ্যৎ চিন্তা করলে অনেকেই ভাববে, দুই বছর পর আগামী বিশ্বকাপে হয়তো আমি অনেককে পাব না। এজন্য তৈরি করতে চাচ্ছে কাউকে। সেটা ভিন্ন ব্যাপার। এটা এখন বলা মুশকিল। তবে অবশ্যই আমি মনে করি, খেলোয়াড়রা নিজেরা নিজেরা (অবসর) ঘোষণা না দিয়ে যদি আমাদেরকে সুযোগ দেয়, তারা সম্মানের সঙ্গে যেকোনো ফরম্যাট থেকে বিদায় নিক আমরা এটাই চাই। ’