শনিবার, ১৮ মে ২০২৪, ০৩:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় ১ ভ্যান চালকের করুন মৃত্যু সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শোভাযাত্রা ও আলোচনা সভা শ্যামনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত কদমতলা পি ডি কে মিতালী সংঘের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত আবারও ছড়িয়ে পড়েছে তাপদাহ ঃ আবহাওয়ার সুখবর নেই হামাসের হামলায় বার দখলদার সেনা নিহত ঃ আহত পঞ্চাশ খানপুর ছিদ্দিকীয়া এতিমখানা পরিদর্শন করলেন উপজেলা নির্বাহি কর্মকর্তা প্রতাপনগরে ২ দিন ব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল বিষ্ণুপুর ২দিন ব্যাপি মাহফিল সম্পন্ন কবি মানিক ঘোষের পিতা-মাতার স্মারণে বিশেষ প্রার্থনা

মাহে রমজানের সওগাত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

আজ পবিত্র মাহে রমাজানের চতুর্থ দিন অতিক্রম করছি আমরা। বিশ্ব মানবের নেতা মহানবী হজরত মুহাম্মদ সাল­াল­াহু আলইহি ওয়াসাল­াম ঘোষণা করেছেন, রমজান এমন একটি মাস যার প্রথম দশ দিন রহমতের, দ্বিতীয় দশ দিন মাগফিরাতের বা ক্ষমার এবং তৃতীয় দশ দিন জাহান্নাম থেকে মুক্তি লাভের জন্য নির্দিষ্ট। বায়হাকীর বর্ণনায় রয়েছে, রমজানের প্রতিটি দিবা-নিশিতে অসংখ্য জাহান্নামীকে মুক্তি দেয়া হয় এবং প্রতিদিন মুমীন মুসলমানের একটি করে দোয়া কবুল করা হয়। রমজান মাসে আল­াহর অপার রহমতের বারিধারা সকল মুমীন বান্দার অন্তরকে সিক্ত করে তোলে। এর মাধ্যমে তাদের ঈমানের তেজদীপ্ততা বৃদ্ধি পায়। ধন্য হয় প্রতিটি মুখলেস বান্দা। রমজানের সিয়াম সাধনায় ক্ষুৎ-পিপাসার কষ্ট মানুষকে অভাবী ও দরিদ্র লোকদের দুঃখ সরাসরি অনুভব করার বাস্তব শিক্ষা দেয়। গরীবের বন্ধু হতে প্রেরণা দেয় ধনীদের। ধনীরা বুঝতে পারে গরীবের দুঃখ-দুর্দশা। ফলে একে অপরের দরদী হয়। দুঃখ লাঘবের প্রয়াসে একত্রে কাজ করে। এতে সমাজের মানুষের মধ্যে সৃষ্টি হয় সম্প্রীতি। সমতাপূর্ণ সম্পর্ক গড়ে উঠে। আল­াহর রহমত হচ্ছে এসব কিছুর মূল কারণ। এজন্য বলা হয় মাহে রমজান হচ্ছে রহমতের মাস। তাই আল­াহ রাব্বুল আলামীন যেভাবে বান্দাকে রহমত সিক্ত করেন, সেভাবেই সিয়াম সাধক মুমীন বান্দার কর্তব্য হচ্ছে আল­াহর সৃষ্টিকুলের প্রতি অধিক পরিমাণ দয়ার দৃষ্টি নিক্ষেপ করা। আবু দাউদ ও তিরমিজীর ভাষ্য হচ্ছে, যমীনে যারা আছে তাদের প্রতি দয়া কর। আসমানে যিনি আছেন তিনিও তোমাদের প্রতি দয়া করবেন। স্বাভাবিক ভাবেই মাহে রমজানে মুমীন বান্দার হৃদয় মন কোমল থাকে। সমাজের সকল মানুষই এই কোমলতার স্পর্শ্ব পায়। তারাও কোমল দয়ার্দ্র হয়ে যায়। কুরআন হাদীসের অধিক চর্চার কারণে মানুষ পরকালের চিন্তায় মগ্ন হয়। ফলে তাদের ঈমান শানিত হয়, তেজদীপ্ত হয়। শয়তানের বিরুদ্ধে, ঈমান ও ইসলামের দুশমনদের বিরুদ্ধে লড়াইয়ের মনোবল বৃদ্ধি পায়। পরবর্তী এগার মাস ইবলিশ ও নিজের নফসের সাথে জেহাদে বিজয়ী হওয়ার মনোভাব সৃষ্টি হয়। আরবী ভাষায় রমজানে রা, মীম, দোয়াদ, আলিফ ও নুন-এই পাঁচটি বর্ণ রয়েছে। এই পাঁচটি অক্ষর এক একটি অর্থ বহন করে থাকে। যেমন রা অক্ষরটি দ্বারা রিদওয়ানুল­াহ বা আল­াহর সন্তুষ্টি বুঝায়। মীম দ্বারা মাগফিরাতুল­াহ মানে আল­াহর ক্ষমা প্রদর্শনপ্রকাশ পায়। দোয়াদ দ্বারা যিমানুল­াহ বা আল­াহর যামিন হওয়া আর আলিফ অক্ষর দ্বারা উলফাতুল­াহ মানে আল­াহর প্রেম ও ভালবাসা এবং নুন অক্ষর দ্বারা নিয়ামাতুল­াহ মানে আল­াহর নিয়ামত লাভের কথা বুঝানো হয়েছে। কাজেই মাহে রমজানের সিয়াম সাধনার মাধ্যমে সায়েম বা রোজাদারগণ আল­াহর সন্তুষ্টি, আল­াহর ক্ষমা প্রদর্শন, আল­াহর যিম্মাদারী, আল­াহর প্রেম ও ভালবাসা এবং আল­াহর নিয়ামত লাভে ধন্য হয়ে থাকেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com