বিশেষ প্রতিনিধি ॥ ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন শাখার আয়োজনে ১০মার্চ রবিবার বাদ আছর পবিত্র মাহে রমজানের স্বাগত র্যালী হয়েছে। নলতা শাখার সভাপতি সভাপতিত্বে হাফেজ মোঃ আব্দুল্লাহ’র সভাপতিতে র্যালীটি নলতা হাটখোলা থেকে শুরু প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নলতা হাটখোলায় এসে এক পথ সভা হয়। পথ সভায় বক্তব্য রাখেন, কালিগঞ্জ থানা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোঃ মনিরুজ্জামান মুন্না, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুল্লাহ, নলতা শাখার সেক্রেটারী ক্বারী মোঃ শাহাদাত হোসেন প্রমূখ। র্যালীতে নলতা ইউনিয়ন শাখার সকল দায়িত্বশীলবৃন্দ অংশগ্রহন করেন। অনুষ্ঠান শেষে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নলতা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুর রউফ দু’আ পরিচালনার মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।