সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরা আহছানিয়া মিশনের ক্ষমতা কুক্ষিগতকারী বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান উজ্জ্বলসহ দুর্নীতিবাজদের বিচারের দাবীংেত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সাতক্ষীরা শহর শিবিরের উদ্যোগে আন্ত:থানা ক্রিকেট টুর্নামেন্ট আশাশুনি উপজেলা জামায়াতের কমিটি গঠন আশাশুনি সমাজ কল্যাণ পরিষদে অর্থে ভিক্ষুক পুনর্বাসন ও অনুদান বিতরণ নূরনগর আমীরের শপথ মজলিশে শূরা নির্বাচন ও কর্ম পরিষদ গঠন আশাশুনি টঙ্গী ইজতেমায় হত্যাকান্ডের বিচারের দাবিতে মানববন্ধন সাতক্ষীরা উলামা পরিষদের মানব বন্ধন সাতক্ষীরায় কৃষি ঋণ কমিটির সভা নেহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসুস্থ ছাত্রীর বড়ীতে \ উচ্ছ্বাসিত শিক্ষার্থী পরিবার বটিয়াঘাটায় ইজতেমায় হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মাহে রমাজানের সওগাত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

এফএনএস : মাহে রমজানের আজ একুশতম দিবস। পবিত্র মাহে রমজান হচ্ছে আল-কুরআনের মাস। কুরআন নাযিলের মাস। আর পবিত্র কুরআন হচ্ছে আম্বিয়ায়ে কেরামের উপর নাযিলকৃত আল­াহর সর্বশেষ কিতাব ও বিধান। কোরআন আল­াহর কালাম এবং তাঁর আদেশ ও নিষেধ। এর মাধ্যমেই তিনি মানুষকে আইন ও জীবন ব্যবস্থা দিয়েছেন। তাই, আল­াহর পবিত্র কোরআন যে মাসে নাযিল হয়েছে সে মাসটিও সর্বাধিক বরকতময় মাস। এ প্রসঙ্গে আল­াহ বলেন ঃ ‘রমযান মাসে কোরআন নাযিল করা হয়েছে। এতে রয়েছে মানুষের জন্য হেদায়াত এবং পথ চলার নির্দেশিকা ও সত্য-মিথ্যার পার্থক্য করার সুস্পষ্ট দলীল প্রমাণ।’ (সূরা বাকারা-১৮৫) এই আয়াতে রমাযান মাসে কোরাআন নাযিল করার কথা বলা হয়েছে এবং এও বলা হয়েছে যে, এ হচ্ছে মানুষের জীবন বিধান ও পথ চলার নির্দেশিকা। কোরআন না পড়ে কিংবা না বুঝে শুধু চুমু খেলে অথবা সুন্দর গিলাফ পরিয়ে ভালভাবে তাকে সাজিয়ে রেখে দিলে হেদায়াত পাওয়া যাবে না। কোরআনকে বুঝতে হবে এবং তা থেকে জীবনের সকল ক্ষেত্রে আল­াহ প্রদত্ত বিধান খুঁজে নিতে হবে। সূরা কদরে বলা হয়েছে ঃ আমি এই কোরাআন কদরের রাত্রে নাযিল করেছি। আর কদরের রাত হচ্ছে রমযান মাসে। অর্থাৎ হেরা গুহায় যে দিন প্রথম কোরআন নাজিল হয় সে দিনটি ছিল রমজান মাসেরই একটি দিন। হজরত জিবরীল রমজান মাসে প্রতি রাতে রাসূলুল­াহ (সা)-কে কোরআন শিক্ষা দিতেন।’ হযরত ফাতেমা (রা) থেকে অপর এক বর্ণনায় এসেছে: ‘হযরত জিবরীল (আ) প্র্রতি বছর রমজানে একবার রাসূলুল­াহর (সা) কাছে কোরআন অবতীর্ণ করতেন। কিন্তুু তাঁর ইন্তেকালের বছর দু’বার রাসূলুল­াহর (সা) কাছে কোরআন পেশ করেন।’ পবিত্র কোরআনের কারণেই মাহে রমযানের মর্যাদা। তাছাড়া অন্যান্য কয়েকটা আসমানী কিতাবও এই রমযান মাসেই নাযিল হয়েছে। এদিক থেকে রমযানের মর্যাদার উৎস একাধিক। রাসূলুল­াহ (সা) বলেছেন ঃ রমজানের ১ম রাত্রে হযরত ইবরাহীম (আ)-এর উপর সহীফা, ৬ই রমজান হযরত মূসা (আ)-এর উপর তাওরাত, ১৩ই রমযান হযরত ঈসা (আ)-এর উপর ইঞ্জিল, ১৮ই রমযান হযরত দাঊদ (আ)-এর নিকট যবুর এবং ২৪শে রমজান (দিবাগত রাত) কোরআন নাযিল হয়েছে। অর্থাৎ এই রমযান মাসেই অতীতের উম্মতগুলোর কাছেও আল­াহর হেদায়াতের বাণী এসেছিল। এদিক থেকে রমযান হচ্ছে মহা কল্যাণ, পুরস্কার ও হেদায়াতে ভরা মওসুম। তাইতো রমযানে কোরআন পড়া ও শেখা আরো বেশি উত্তম। কোরআন সম্পর্কে রাসূলুল­াহ (সা) বলেছেন ঃ তোমরা কোরআন পড়। হাশরের দিন কোরআন নিজ সাথীদের জন্য সুপারিশ করবে। আমরা কোরআন পড়া বলতে বুঝি শুধু তেলাওয়াত করা। অর্থ ও ব্যাখ্যা বুঝার কোন প্রয়োজন অনুভব করি না। অথচ সাধারণ যুক্তিতেও দেখা যায় যে, আমরা যে কোন ভাষায় কোন কিছু পড়ি তা বুঝার জন্যই পড়ি। না বুঝার জন্য কেউ পড়িনা। অথচ সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোরআন পড়ার ক্ষেত্রে অসহায় ও সীমাবদ্ধ হয়ে পড়ি। আমরা এজন্য নিজেদের শক্তি-সামর্থের সদ্ব্যবহার করি না। কোরআন না বুঝে পড়লেও সওয়াব হবে। কিন্তুু কোরআনের প্রতি এই জুলুম কেন? কেন আমরা কোরআন বুঝে পড়ার চেষ্টা করি না এবং আল­াহর আদেশ-নিষেধের সাথে সরাসরি পরিচিত হই না? পবিত্র কোরআন আমাদের বলছে ঃ আমরা আপনার নিকট যে কিতাব নাযিল করেছি তা বরকতপূর্ণ। লোকেরা যেন এর আয়াতগুলো নিয়ে চিন্তা-ভাবনা করে এবং জ্ঞানী লোকেরা যেন অবশ্যই তা থেকে শিক্ষা গ্রহণ করে। এখন প্রশ্ন হচ্ছে, কোআনের অর্থ না বুঝলে এর ব্যাখ্যা বুঝবে কিভাবে এবং কিভাবে চিন্তা-ভাবনা করবে কিংবা গবেষণা করবে ? যারা কোরআন নিয়ে চিন্তা-ভাবনা করে না আল­াহ তাদেরকে কঠোর ভাষায় প্রশ্ন করেছেন ঃ তারা কি কোরআন নিয়ে চিন্তা-ভাবনা করে না, নাকি তাদের অন্তরে তালা লেগে আছে ? কোরআনের অর্থ, ব্যাখ্যা ও তাৎপর্য নিয়ে চিন্তা না করা বদ্ধ অন্তর কিংবা তালাযুক্ত অন্তরের পরিচায়ক। অর্থ না বুঝে তেলাওয়াতকারীরা কি এই আয়াতে বর্ণিত প্রশ্নের সম্মুখীন নয় ? আল­াহ আমাদের অন্তরকে খুলে দিন ও তালামুক্ত করুন। রাসূলুল­াহ (সা) বলেছেন ঃ তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে কোরআন শিখে ও শিক্ষা দেয়। এখানেও শিখা ও শিক্ষা দেয়ার অর্থ শুধু তেলাওয়াত নয়, বরং আয়াতের অর্থ ও ব্যাখ্যাও এর অন্তর্ভুক্ত। তাই শিক্ষা বলতে শুধু কোরআন তেলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। কোরআন সম্পর্কে আল­াহ বলেছেন ঃ যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপর নাযিল করতাম, তাহলে তুমি দেখতে যে পাহাড় আল­াহর ভয়ে বিনীত হতো ও ফেটে চৌচির হয়ে যেতো। (সূরা হাশর) এখন প্রশ্ন হচ্ছে, আমরা যারা কোরআন পড়ি তাদের অবস্থা কি বিনয়ী পাহাড়ের মতো হয় ? কেন হয় না ? নাকি আমাদের অন্তর পাথর কিংবা এর চাইতেও আরো বেশি কঠোর। কোআন পাঠ করলে যদি আমাদের অন্তরে আকাংখিত ভয়-ভীতি ও আশাবাদ না জাগে তাহলে কোরআন পাঠের পদ্ধতির পুনর্বিন্যাস করে দেখতে হবে। কোরআন এসেছে মানুষকে সহজ-সরল পথ দেখাতে। কোরআন হচ্ছে অন্তরের চিকিৎসা ও আলো এবং জ্ঞান ও দলীল। কোরআন হচ্ছে সৌভাগ্য ও সওয়াবের বিষয়। কোরআন হচ্ছে আল­াহর শিক্ষা ও চিরন্তন শাসনতন্ত্র। তাই এ কোআনকে সেই দৃষ্টিকোণ থেকে গ্রহণ ও অনুধাবনের চেষ্টা চালাতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com