স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় কোমলমতি শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল বেলা সাড়ে ১২টায় ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ধুলিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্বেচ্ছাসেবী সংগঠন “মা” ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষা উপরকন বিতরন করা হয়। মা ফাউন্ডেশনের চেয়ারম্যান, বঙ্গবন্ধু পরিষদে পৌর আহবায়ক ও ডিবি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন সাতক্ষীরা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস.এম আব্দুলাহ-আল-মামুন। যারা শিক্ষার উন্নয়নে কাজ করেন এবং শিক্ষার প্রসারে সহযোগিতা করেন তারা শিক্ষানুরাগী। আত্মমানবতার সেবায় “মা” ফাউন্ডেশন বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছে।” শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা রিসোর্স সেন্টার’র কর্মকর্তা বৈদ্যনাথ সরকার, বিশিষ্ট শিক্ষানুরাগী শেখ আব্দুল আহাদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ধুলিহর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সোনিয়া পারভীন শাপলা, ধুলিহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার মলিক, ব্রহ্মরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আবুল খায়ের, সনন্দা রাণী সাহা, জেসমিন আরা, শান্ত শিলা প্রমুখ। কোমলমতি শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম চকলেটসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।