রবিবার, ৩০ মার্চ ২০২৫, ০৩:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মিয়ানমারে মানবিক সহায়তা পাঠাবে চীন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৩০ মার্চ, ২০২৫

এফএনএস বিদেশ : শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারে এক হাজারের বেশি লোকের প্রাণহানির ঘটনায় সমবেদনা জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটিকে জরুরি মানবিক সহায়তা হিসেবে ১শ’ মিলিয়ন ইউয়ান (১৩ দশমিক ৮ মিলিয়ন মার্কিন ডলার) প্রদানের ঘোষণা দিয়েছে চীন সরকার। গতকাল সোমবার থেকে মিয়ানমারে সহায়তা পাঠানো শুরু হবে। বেইজিং থেকে এএফপি এ খবর জানায়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মিয়ানমারের জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইংকে লেখা এক বার্তায় শি জিনপিং ‘গভীর দুঃখ’ প্রকাশ করেছেন এবং তিনি ক্ষতিগ্রস্ত এলাকার মানুষকে প্রয়োজনীয় সহায়তা প্রদানে ইচ্ছা প্রকাশ করেছেন। গত শুক্রবার মিয়ানমারের সাগাইং শহরের উত্তর—পশ্চিমে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কয়েক মিনিট পরেই ৬ দশমিক ৪ মাত্রার একটি আফটারশক হয়। ভূমিকম্পে মিয়ানমারের বিভিন্ন স্থানে ভবন, সেতু ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্বিতীয় বৃহত্তম শহর মান্দালয়েও মারাত্মক ক্ষতি হয়েছে। চীনের দক্ষিণ—পশ্চিমাঞ্চলীয় ইউনান প্রদেশ ও থাইল্যান্ডের কিছু অংশেও এর প্রভাব পড়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ৩৩ তলা ভবন ধসে পড়ার পর কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে ১শ’ জন শ্রমিক আটকা পড়েছেন। চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, মিন অং হ্লাইং বৈদেশিক সাহায্যের বিরল আবেদনের পর শনিবার তারা মিয়ানমারে ৮২ সদস্যের একটি উদ্ধারকারী দল পাঠিয়েছে। চীনের জাতীয় স¤প্রচার মাধ্যম সিসিটিভি’র প্রতিবেদনে বলা হয়েছে, চীনের ইউনান থেকে একটি পৃথক উদ্ধারকারী দল মিয়ানমারের বাণিজ্যিক কেন্দ্র ইয়াঙ্গুনে পেঁৗছেছে। মিয়ানমারে আঘাত হানা ভূমিকম্পে চীনে প্রভাব পড়লেও কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com