বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাশ্মীরে পর্যটকদের লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি, নিহত ২৮ ভবদহ সমাধানে বৃহৎ জনগোষ্ঠীর কল্যাণকর পথেই হাঁটবো -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা মথুরেশপুর তাঁতি দলের কমিটি পূর্ববর্তী প্রস্তুতি সভা দেবহাটার বিএনপি নেতা অধ্যক্ষ আবুল কালাম আহত সাংবাদিক কামরুজ্জামান গুরুতর আহত \ দৃষ্টিপাত পরিবারের সুস্থতা কামনা সাতক্ষীরা ওয়ার্কার্সপাটির সভাপতি অধ্যক্ষ মহিবুল্লাহ মোড়লের ইন্তেকাল \ সর্বস্তরে শোকের ছায়া শ্যামনগরে আবারও পরিত্যক্ত অবস্থায় ৩৮ পিচ দেশীয় অস্ত্র উদ্ধর শ্যামনগরে জলবায়ু মেলা অনুষ্ঠিত তালায় সরকারি কাজে বাঁধা ও প্রকৌশলীকে মারপিট \ সাংবাদিকের দশ দিনের জেল সক্রিয় চোর চক্রের এক সদস্য আটক

মির্জা ফখরুল গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

এফএনএস: গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গণতন্ত্রের কোনো বিকল্প নেই। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচনই একমাত্র পথ। যার মাধ্যমে আমরা গণতন্ত্রে পৌঁছাতে পারি। আমাদের ফুটবল, ক্রিকেট, ক্রীড়াঙ্গন, সাংস্কৃতিক অঙ্গন, সুশাসন সর্বক্ষেত্রে সেটাই হচ্ছে একমাত্র পথ; যার মাধ্যমে আমরা সামনে এগিয়ে যেতে পারি। আমাদের নতুন প্রজন্মকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। আসুন, আমরা সেই লক্ষ্যে আবার নতুন করে আমাদের আরেকটা সংগ্রাম শুরু করি। গতকাল রোববার বিকালে ঠাকুরগাঁও জেলা বিএনপি আয়োজিত শহরের জেলাস্কুল বড়মাঠে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী খেলায় পঞ্চগড় জেলা বিএনপি ও দিনাজপুর জেলা বিএনপি দল অংশগ্রহণ করে। এই টুর্নামেন্টে রংপুর বিভাগের আটটি জেলা বিএনপি দল অংশগ্রহণ করবে। মির্জা ফখরুল বলেন, যেভাবে ছাত্র—জনতা অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশ নির্মাণ করার সুযোগ তৈরি করে দিল, সেই সুযোগটা যেন আমরা গ্রহণ করি। শুধু রাজনীতির ক্ষেত্রে নয়, সেটা আমরা সর্বক্ষেত্রে খেলাধুলা—সংস্কৃতি, আমাদের সামাজিক জীবন, শিক্ষা, স্বাস্থ্য, সর্বক্ষেত্রে যেন আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে পাই। এ সময় বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক, পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, ঠাকুরগাঁও পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় সৈয়দ রুম্মন বিল ওয়ালী সাব্বির উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com