সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মিলাদ মাহফিলের মধ্যে দিয়ে নলতা শরীফে ওরছ শরীফের ১ম দিন অতিবাহিত \ আজ ২য় দিন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে পীরে—কামেল বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মোজাদ্দেদ, অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ ও শিক্ষা সংস্কারক, প্রখ্যত সাহিত্যিক, সমাজ সেবক, আত্মাধিক সাধক, সমাজ সংস্কারক, জ্ঞান তাপস, মুসলিম রেনেঁসার অগ্রদুত, মুক্তবুদ্ধি ও অসা¤প্রদায়িক চিন্তা—চেতনার অধিকারী, মনোচিকিৎসক, ঐতিহাসিক, দার্শনিক, ‘‘স্রষ্টার এবাদত ও সৃষ্টের সেবা” ব্রত নিয়ে চলা নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা সুলতানুল আউলিয়া কুতুবুল আকতাব গওছে জামান আরেফ বিল্লাহ হজরত শাহ্ ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর ৬১ তম বার্ষিক ৩ দিন ব্যাপী পবিত্র ওরছ শরীফের ১ম দিন গতকাল ৯ ফেব্রুয়ারী রবিবার যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীযে মিলাদ—মাহফিল ও আলোচনার মধ্যে দিয়ে অতিবাহিত হয়েছে। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় বাদ ফজর হতে পাক রওজা শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত পবিত্র ওরজ শরীফের ১ম পর্বের শুরুতে আলহাজ্জ ডাঃ মোঃ খলিলুল্লাহ’র সভাপতিত্বে পবিত্র কোরআন শরীফ খতম পরিচালনা, মিলাদ শরীফ ও ফাতেহাপাঠ করেন, হাফেজ মোঃ হাবিবুর রহমান। পীর কেবলা খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর ভত্তের পত্র থেকে পাঠ করেন, নলতা কেন্দ্রীয় আহ্্ছানিয়া মিশনের সহ—সম্পাদক আলহাজ্জ মোঃ রফিকুল ইসলাম বাচ্চু। আলোচনা করেন, ঢাকা আহছানিয়া মিশনের নির্বাহী সদস্য আলহাজ্জ ড. কাজী এহছানুর রহমান ও মোঃ মনিরুল ইসলাম। হামদ, নাতে—রাসুল, মুরশিদী ও কেয়াম পরিবেশন করেন, মোঃ আশরাফুল ইসলাম, আলহাজ্জ নেছার আহমেদ চৌধুরী, মোঃ আমিরুল ইসলাম, মোঃ আব্দুর রহমান, মোঃ রবিউল ইসলাম, মৌ. মো. আব্দুল হাকিম। অুনষ্ঠানের শেষপ্রান্তে শেজরা শরীফ পাঠ ও মোনাজাত পরিচালনা করেন, আলহাজ্জ মোঃ একরামুল হক। ২য় পর্বে সকাল ৯টায় বেছাল শরীফ অনুষ্ঠানে আলহাজ্জ এ এফ এম এনামুল হক’র সভাপতিত্বে কোরআন তেলাওয়াত করেন,, হাফেজ মাওলানা মুফতি আশিকুর রহমান। মিলাদ শরীফ ও ফাতেহা পাঠ করেন, হাফেজ মো. জোবায়ের হোসেন। তাজিমের সহিত দাঁড়িয়ে নীরবে কলেমা তৈয়ব, কলেমা শাহাদাত পড়া, গজল পরিবেশন, কেয়াম পরিবেশন ও মোনাজাত করা হয়। সন্ধ্যা ৭ টা থেকে রাত ব্যাপী মাহফিল মাঠে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে নবী—রাসুল ও ওলী আউলিয়া গণের জীবনাদর্শন সম্পর্কে মূল্যবান আলোচনা করেন, মুফতী মাওলানা মোঃ আশরাফুল, হজরত মাওলানা মুফতী শাঈখ মুহাম্মাদ উছমান গনী, আলহাজ্জ ড. আবু তৈয়ব আবু আহমদ , আলহাজ্জ হাফেজ মাওলানা মোখলেছুর রহমান বাঙ্গালী, আলহাজ্জ এ এফ এম এনামুল হক, পীরে কামেল আলহাজ্জ হজরতুল আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, হাফেজ মাওলানা মো. কামরুজ্জামান, হাফেজ মুফতী মাওলানা মোঃ আশিকুর প্রমূখ। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের হিসাব রক্ষক মোঃ এবাদুল হক জানান, ওরছ শরীফের ১ম দিনে সেলিমউল্লাহ গেস্ট হাউজ, মোসাফিরখানা, পান্থশালা, আস্তানা ভবন, মিশনভবন, লাইব্রেরি ভবন, গফুর গেস্ট হাউজ, অস্থায়ী ক্যাম্প, নলতা আহ্ছানিয়া দারুল উলুল ফাজিল মাদ্রাসা, নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ, নলতা মাধ্যমিক বিদ্যালয়, নলতা সরকারী প্রাথমিক বিদ্যালয়, কেবি আহ্ছানউল্লাহ জুনিয়র হাইস্কুলম কেবি মোবারক আলি প্রি—ক্যাডেট স্কুলসহ কয়েকটি ভবনে লক্ষাধিক মানুষের আগমন ঘটেছে। আজ ১০ ফেব্রুয়ারী ২য় দিন বাদ ফজর হতে পাক রওজা শরীফ প্রাঙ্গণে মিলাদ—মাহফিল ও দুপুরে ওরজ শরীফে আগত সকলকে পীর খানা খাওয়ানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com