বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীযে মিলাদ- মাহফিল ও আলোচনার মধ্যে দিয়ে গতকাল ১১ মার্চ শুক্রবার ৫৮ তম বার্ষিক ৩ দিন ব্যাপী পবিত্র ওরছ শরীফের ১ম দিন অতিবাহিত হয়েছে। নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সার্বিক তত্ত¡াবধানে বাদ ফজর হতে পাক রওজা শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত পবিত্র ওরজ শরীফের ১ম পর্বের শুরুতে আলহাজ্জ ড, আবু তৈয়ব আবু আহমেদ’র সভাপতিত্বে পবিত্র কোরআন শরীফ খতম পরিচালনা করেন, মিলাদ শরীফ ও ফাতেহাপাঠ করেন, হাফেজ মোঃ হাবিবুর রহমান। পীর কেবলা খানবাহাদুর আহ্ছানউলা (রঃ) এঁর ভত্তের পত্র থেকে পাঠ করেন, নলতা কেন্দ্রীয় আহ্্ছানিয়া মিশনের সহ-সভাতি আলহাজ্জ শিক্ষক মোঃ সাইদুর রহমান। আলোচনা করেন, ঢাকা আহ্্ছানিয়া মিশনের নির্বাহী পরিচালক, আলহাজ্জ ড. কাজী এহছানুর রহমান, খানবাহাদুর আহ্্ছানউলা ইনস্টিটিউটের পরিচালক, মোঃ মনিরুল ইসলাম প্রমূখ। হামদ, নাতে-রাসুল, মুরশিদী ও কেয়াম পরিবেশন করেন, জাহাঙ্গীর হোসেন, আলহাজ্জ নেছার আহমেদ চৌধুরী, মোঃ আমিরুল ইসলাম, মোঃ শাহিন আলম, মোঃ রবিউল ইসলাম, মোঃ মাছুম বিলাহ। অুনষ্ঠানের শেষপ্রান্তে মোনাজাত পরিচালনা করেন আলহাজ্জ হাফেজ মোঃ শামছুল হুদা। ২য় পর্বে বিকাল ৪ টা থেকে রাত ব্যাপী মাহফিল মাঠে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মাহফিলে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে নবী-রাসুল ও ওলী আউলিয়া গণের জীবনাদর্শন সম্পর্কে মূল্যবান আলোচনা করেন, পীরে কামেল আলহাজ্জ হজরতুল আলামা খাজা আরিফুর রহমান তাহেরী পীর সাহেব, গাছতলা দরবার শরীফ চাঁদপুর, আলহাজ্জ মুফতী মাওলানা শাইখ মোহাম্মাদ উসমান গনী, সহকারী অধ্যাপক আহ্ছানিয়া ইনস্টিটিউট অব সুফীজম ঢাকা, হাফেজ মাওলানা মুফতি নুর মোহাম্মদ আল ক্বাদেরী, খতিব ও পেশ ইমাম ঐতিহ্যবাহী সওদাগর জামে মসজিদ বাণিজ্যিক এলাকা হবিগঞ্জ, আলহাজ্জ এ এফ এম এনামুল হক, মহাপরিচালক খানবাহাদুর আহ্্ছানউলা ইনস্টিটিউট, আলহাজ্জ মাওলানা মো. আবু সাঈদ, খতিব নলতা শরীফ শাহী জামে মসজিদ, আলহাজ্জ মুফ্তি মুহাম্মদ নাজমুস সায়াদাত ফয়েজ-খতিব মসজিদে বেলাল (রাঃ), আরবী প্রভাষক-কাদেরিয়া তৈয়্যেবিয়া কামিল মাদরাসা মোহাম্মাদপুর ঢাকা, মাওলানা মোঃ আব্দুস সাত্তার, মাওলানা মো. রফিকুল ইসলাম, মাওলানা আমজাদ হোসেন, মাওলানা মো. আহ্্ছান উলাহ, আলহাজ্জ এ. কে মুনসুর আহমদ প্রমূখ। আজ ১২ মার্চ ২য় দিন বাদ ফজর হতে পাক রওজা শরীফ প্রাঙ্গণে মিলাদ- মাহফিল, দুপুরে ওরজ শরীফে আগত সকলকে পীর খানা খাওয়ানো হবে। আগামীকাল আখেরী মোনাজাতের মধ্যে দিয়ে ওরছ শরীফে সমাপ্তি ঘটবে। এদিকে নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন কর্মকর্তাদের তত্ত¡াবধানে পবিত্র ওরছ শরীফে দেশের বিভিন্ন স্থান ও বিদেশ থেকে আগত পীর কেবলার হাজার হাজার ভক্তবৃন্দের আবাসন ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। পবিত্র ওরছ শরীফে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রোভার স্কাউটস্, স্কাউটস্, স্বেচ্ছাসেবকরা নিরলসভাবে কাজ করছে।