শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন

মিলানের কাছে বিধ্বস্ত নাপোলি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩

এফএনএস স্পোর্টস: নিকটতম প্রতিদ্ব›দ্বীও হেরে যাওয়ায় শিরোপা লড়াইয়ে সেই অর্থে কোনো ধাক্কা খায়নি সেরি আর শীর্ষ দল নাপোলি। কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রতিপক্ষ এসি মিলানের বিপক্ষে বড় হারে আত্মবিশ্বাসে চোট লাগাই স্বাভাবিক। সেটা মেনে নিয়েই নাপোলি কোচ লুচানো স্পাল্লেত্তি প্রত্যয়ী কণ্ঠে বললেন, ঘুরে দাঁড়াবে তার দল। ইতালির শীর্ষ লিগে গত রোববার মিলানের কাছে ৪-০ গোলে হেরেছে মিলান। ২০০৭ ডিসেম্বরে আতালান্তার কাছে ৫-১ গোলে হারের পর লিগে এটিই তাদের সবচেয়ে বড় পরাজয়। একই দিন লাৎসিওর হারে শীর্ষ দুই দলের ব্যবধান এখনও ১৬-ই রয়ে গেছে। ২৮ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে নাপোলি। ৫৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে লাৎসিও। পরের দুটি স্থানে আছে মিলান (৫১) ও ইন্টার মিলান (৫০)। ৩৩ বছর পর সেরি আ শিরোপা জয়ের পথে অনেকটাই এগিয়ে থাকা নাপোলি টিকে আছে চ্যাম্পিয়ন্স লিগে। শেষ আটে আগামী ১২ এপ্রিল মিলানের বিপক্ষে খেলবে তারা। সেই লড়াইয়ের আগে এই ফল চিন্তার কারণ হতে পারে স্পাল্লেত্তির জন্য। তবে ইটালিয়ান কোচ আত্মবিশ্বাস হারাচ্ছেন না। তার বিশ্বাস, ইউরোপ সেরার মঞ্চে এই ম্যাচ প্রভাব ফেলবে না। “আমরা ইটালিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলেছি, তারা শীর্ষ মানের একটি দল। গত বছর যোগ্য দল হিসেবেই তারা শিরোপা জিতেছিল- আপনি যদি কিছু ভুল করেন, তাহলে একটি পরিষ্কার ফলাফল পাবেন।” “আমি এখানে আসার পর থেকে আমরা সবসময় (ধাক্কা সামলে) ঘুরে দাঁড়িয়েছি। মাঝে মাঝে আমরা কয়েকটি ম্যাচ হেরেছি, কিন্তু আমরা সবসময় প্রতিক্রিয়া দেখিয়েছি। আজ রাতে আমি ছেলেদের মধ্যে দারুণ ইচ্ছাশক্তি দেখেছি, আমি খুব আত্মবিশ্বাসী। পরবর্তী ম্যাচের জন্য আমরা আগামীকাল সকালে কাজে ফিরে যাব।” লিগে নিজেদের সবশেষ তিন ম্যাচের দুটিতে হেরেছে নাপোলি। এর আগের ২০টি লিগ ম্যাচে দলটি হেরেছিল সমান সংখ্যক ম্যাচ। নাপোলির পরবর্তী ম্যাচ আগামী শুক্রবার, সেরি আয় লেসের বিপক্ষে। এরপর আগামী ১২ এপ্রিল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে মাঠে নামবে তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com