এফএনএস: ডি—৮ সম্মেলনে যোগ দিতে মিসরের রাজধানী কায়রোতে পেঁৗছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গতকাল বুধবার স্থানীয় সময় সকাল ১১টায় কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পেঁৗছান তিনি। এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। তারা জানিয়েছেন, বিমানবন্দরে ড. ইউনূসকে স্বাগত জানান মিসরের পাবলিক বিজনেস সেক্টরের মন্ত্রী মোহাম্মদ শিমি। পরে মন্ত্রীর সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এর আগে মিসরের উদ্দেশে গত মঙ্গলবার রাত ১টায় ঢাকা ছাড়েন অন্তর্বতীর্ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।