সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে না জড়ানোর আহ্বান বিরোধী দলীয় উপনেতার

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

ঢাকা ব্যুরো ॥ মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে কোনোক্রমেই না জড়াতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ। তিনি বলেছেন, সরকারের কাছে আমার একটাই অনুরোধ, কোনোক্রমেই আমরা যেন মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে জড়িয়ে না পড়ি। কারণ এটার সঙ্গে আমার দেশের অখণ্ডতা জড়িত আছে। সোমবার জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনাকালে তিনি এসব কথা বলেন। ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর সভাপতিত্বে সংসদ অধিবেশনে তিনি আরো বলেন, কিছুদিন আগে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল এখানে এসেছে। তারা এপারেন্টিলি ফর ডেমোক্রেসি, ফর ইলেকশন। আমি মনে করি না সেটা সত্য। তারা এসেছেন তাদের ভূরাজনীতির কারণে। তারা চায় বাংলাদেশকে কোনো একটি প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করতে। এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। জিনিসপত্রের দাম বৃদ্ধি অব্যাহত থাকার বিষয়টি উল্লেখ করে বিরোধীদলীয় উপনেতা বলেন, ‘জিনিসপত্রের দাম কমানোর জন্য শুল্ক কমানো হয়েছে। কিন্তু জিনিসের দাম কমেনি। কেন দাম বাড়ছে? কেন আমরা সিন্ডিকেটকে কন্ট্রোল করতে পারছি না। সিন্ডিকেট কি সরকারের চেয়ে শক্তিশালী? তিনি আরো বলেন, কোনো সমস্যা হলে বলা হয় করোনা ও ইউক্রেন যুদ্ধ। এসব বলে লাভ নেই। নিজেদের কাঠামোগত সমস্যা বের করতে হবে। যুক্তরাষ্ট্রসহ প্রত্যেক দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে চলে এসেছে। বাংলাদেশ কেন পারছে না। এগুলো নিয়ে সংসদে কথা বলতে হবে। আনিসুল ইসলাম মাহমুদ বলেন, মূল্যস্ফীতি এমন হয়েছে যে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। মূল্যস্ফীতি ৯ দশমিক ৮ শতাংশ। দুর্বল ব্যাংকিং খাত, ডলারের অস্থিতিশীল বিনিময় হার, রিজার্ভ হ্রাস এসব মিলে সার্বিক অর্থনীতি অস্থিতিশীল হয়ে পড়েছ। এগুলো নিয়ে আলোচনা করতে হবে বলেও তিনি মন্তব্য করেন। বর্তমান সরকার শক্তিশালী দাবি করে জাপা নেতা বলেন, সংসদে ১৩ জন ছাড়া সবাই সরকারি দলের। তাহলে কেন সরকার চাঁদাবাজি বন্ধ করতে পারবে না। রমজানের আগে দ্রব্যমূল্য নিম্নমুখী হবে আশা করা গেলেও তা হচ্ছে না। তিনি বলেন, প্রতিবছর অর্থ পাচার হয়। কেন, কারা, কিভাবে পাচার করছে এগুলো নিয়ে চিন্তা করতে হবে। বিষয় যতই খারাপ হোক, সংসদেই আলোচনা ও সিদ্ধান্ত নিতে হবে। নির্বাচন কমিশনকে আরো শক্তিশলী করার দাবি জানিয়ে বিরোধীদলীয় উপনেতা বলেন, তাদের নিজস্ব লোকবল থাকতে হবে। ডিসিদের রিটার্নিং অফিসার করা হয়। এটা কোনোমতেই গ্রহণযোগ্য না। তারা সরকারের অংশ। তারা ফিট নন, এটাই বাস্তবতা। তিনি আরো বলেন, জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিয়েছিল কারণ তারা সংবিধানে বিশ্বাস করে। তাঁরা জানতেন নির্বাচনে হয়তো ভাল ফল করতে পারবেন না। তারপরও তাঁরা গিয়েছিলেন যাতে সাংবিধানিক প্রক্রিয়া অব্যাহত থাকে। আনিসুল ইসলাম বলেন, উন্নয়ন টেকসই করতে হলে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। বিচার বিভাগের ওপর আস্থা বাড়াতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা যেন ক্ষুন্ন না হয়, তা দেখতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com