মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশে কমেছে ইন্টারনেট এবং মোবাইল ব্যবহারকারীর সংখ্যা গ্যাস সঙ্কটে ত্রাহি অবস্থায় দেশের শিল্প উৎপাদন বাস—ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, ৩ জামায়াত কর্মী নিহত কেইপিজেড পরিদর্শন শেষে বিদেশি বিনিয়োগকারীরা বললেন বিনিয়োগ আকর্ষণে সরকারের উদ্যোগ ইতিবাচক মার্চে সারা দেশে ৪৪২ নারী নির্যাতনের শিকার, ধর্ষণ ১৬৩: মহিলা পরিষদ গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যা—মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়েছে বাংলাদেশ বিডিআরের চাকরিচ্যুত সদস্যরা ছত্রভঙ্গ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেডে আহত ৭ জন ঢামেকে ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ঝরল ২৪৯ জনের প্রাণ দেশের মানচিত্র নতুন করে আঁকতে হতে পারে, শঙ্কায় উপদেষ্টা রিজওয়ানা যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি বাড়বে, কমবে না: প্রেস সচিব

মিয়ানমারে মৃত্যু বেড়ে ৩৪৭১, দুর্যোগের মাঝে দুর্ভোগ বাড়িয়েছে বৃষ্টি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

এফএনএস বিদেশ : মিয়ানমারে ভয়াবহ ভ‚মিকম্পের পর সবশেষ মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৪৭১ জনে দাঁড়িয়েছে। একইসঙ্গে ৪৬৭১ জন আহত এবং আরও ২১৪ জন এখনো নিখোঁজ রয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে। সপ্তাহান্তে ভ‚মিকম্পে ক্ষতিগ্রস্ত দেশটির কিছু অংশে বৃষ্টিপাত হয়েছে। সাহায্য সংস্থাগুলো জানিয়েছে, এতে ত্রাণ প্রচেষ্টা আরও জটিল হয়ে উঠতে পারে এবং রোগের ঝুঁকি বাড়াতে পারে। সাহায্য সংস্থাগুলো সতর্ক করে দিয়েছে, অসময়ের বৃষ্টিপাত এবং প্রচÐ তাপের সংমিশ্রণে খোলা আকাশের নিচে ক্যাম্পিং করা ভ‚মিকম্প থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের মধ্যে কলেরাসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। জাতিসংঘের সাহায্য প্রধান টম ফ্লেচার এক্স-পোস্টে জানিয়েছেন, পরিবারগুলো ধ্বংসস্তূপ থেকে প্রিয়জনদের মৃতদেহ তোলার সময় তাদের বাড়ির ধ্বংসাবশেষের বাইরে ঘুমাচ্ছে। কেননা তারা আরও ভ‚মিকম্পের আশঙ্কা করছে। তিনি বলেন, যতটা সম্ভব জীবন বাঁচানোর জন্য শক্তিশালী, সমন্বিত পদক্ষেপই মূল চাবিকাঠি। মিয়ানমারের প্রতিবেশী দেশগুলো, যেমন চীন, ভারত, বাংলাদেশসহ দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলো গত সপ্তাহে ভ‚মিকম্প-কবলিত এলাকায় পুনরুদ্ধার প্রচেষ্টায় সহায়তা করার জন্য ত্রাণ সরবরাহ এবং উদ্ধারকারী দল পাঠিয়েছে। এখনো বিশ্বের শীর্ষ মানবিক দাতা দেশ হিসেবে থাকা যুক্তরাষ্ট্র ভ‚মিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে সহায়তা করার জন্য মিয়ানমারকে কমপক্ষে ৯০ লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু বর্তমান এবং প্রাক্তন মার্কিন কর্মকর্তারা বলছেন, বিদেশি সাহায্য কর্মসূচি বাতিল করার ফলে দুর্যোগের মধ্যে মার্কিন প্রতিক্রিয়া প্রভাবিত হয়েছে। ইউএসএআইডি’র প্রাক্তন জ্যেষ্ঠ কর্মকর্তা মার্সিয়া ওং রয়টার্সকে বলেন, ভ‚মিকম্পের পর মিয়ানমার ভ্রমণকারী তিন জন মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার কর্মীকে বলা হয়েছিল, তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। ওং বলেন, এই দলটি অবিশ্বাস্যরকম কঠোর পরিশ্রম করছে, অভাবীদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার ওপর মনোযোগ দিচ্ছে। এই সময়ে আসন্ন পদত্যাগের খবর পাওয়া – এটি কীভাবে হতাশাজনক হতে পারে না? অপরদিকে, প্রতিবেশী থাইল্যান্ডেও কর্তৃপক্ষ জানিয়েছে, ভ‚মিকম্পে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১৭ জন রাজধানী ব্যাংককে একটি আকাশচুম্বী ভবনের ধ্বংসস্তূপে মারা গেছেন। এটি নির্মাণাধীন অবস্থায় ধসে পড়েছিল। সরকারি হিসাবে, আরও ৭৭ জন এখনো নিখোঁজ রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com