স্টাফ রিপোর্টার ঃ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপিকে গতকাল সকালে সার্কিট হাউজে ফুলেল শুভেচ্ছা জানান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর সাতক্ষীরা জেলা শাখার নেতৃবৃন্দ। ফুলেল শুভেচ্ছা প্রদান কালে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি একেএম ফজলুল হক, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সাতক্ষীরা জেলা সভাপতি ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, খুলনা জেলা সভাপতি আবু সুফিয়ান, সংগঠনের সিনিয়র সহ সভাপতি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, সাধারন সম্পাদক এসএম শরীফুজ্জামান শরিফ, সহ সভাপতি নাজমুল ইসলাম, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান সুমন, সাংগঠনিক সম্পাদক মুরাদ আহমেদ ও আব্দুর রহমান, যুব বিষয়ক সম্পাদক নূরে আলম সিদ্দিকী, কুশখালী ইউনিয়ন সভাপতি আঃ জলিল মেম্বার প্রমুখ। মন্ত্রী এসময় মুক্তিযোদ্ধা সন্তানদের উদ্দেশ্য বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে তোমাদেরকে কাজ করতে হবে। তোমাদের পিতারা দেশ কে স্বাধীন করেছে স্বাধীনতার এই সুফল ঘরে পৌছে দিতে তোমাদের কে দায়িত্ব নিতে হবে। মুক্তিযুদ্ধ বিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাড়াতে সকল মুক্তিযোদ্ধা সন্তানদের ঐক্যবদ্ধ হতে হবে।