কাশিমাড়ী প্রতিনিধি ॥ বিশিষ্ট রাজনীতিবিদ, গণমানুষের নেতা, কাশিমাড়ীর প্রাণপুরুষ, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রয়াত জননেতা আলহাজ্ব গাজী আব্দুল হামিদ সাহেব এর ৯তম মৃত্যুবার্ষিকী ও রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টায় ২নং কাশিমাড়ী ইউনিয়ন পরিষদ এর আয়োজনে ইউনিয়ন পরিষদ হলরুমে আলহাজ্ব গাজী আব্দুল হামিদ এর স্মরণ সভায় সভাপতিত্ব করেন কাশিমাড়ী ইউপি চেয়ারম্যান গাজী আনিছুজ্জামান আনিচ। উক্ত স্মরণ সভায় মুখ্য আলোচক হিসাবে স্মৃতিচারণ বক্তব্য রাখেন – কাশিমাড়ী ইউপি সদস্য আনোয়ার হোসেন ঢালী, ইউপি সদস্য আব্দুল অহিদ, ইউপি সদস্য এস এম শাহাবুদ্দীন, ইউপি সদস্য সাহিদা পারভীন, সাবেক ইউপি সদস্য মাস্টার আবুল হোসেন, মাস্টার মোশারফ হোসেন প্রমূখসহ ইউনিয়ন পরিষদের সকল গ্রাম পুলিশ ও এলাকার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন- ঘোলা গাজী আব্দুল হামিদ মডেল একাডেমী দাখিল মাদরাসার সুপার মাওলানা আশরাফ হুসাইন।