মীর আবু বকর ॥ সাতক্ষীরায় মহান বিজয় দিবসে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যবৃন্দের সংবর্ধনা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে গতকাল সকাল সাড়ে ১০ টায় জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসক ও ভারপ্রাপ্ত জেলা কমান্ডার মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে সন্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মশু, সড়ক ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী একেএম শফিকুজ্জামান। বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা শফিক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর। বক্তারা বলেন, বিশ্বের মাঝে স্বাধীন দেশ হিসেবে এই দিন স্বীকৃতি পেয়েছিলাম। বাংলাদেশকে স্বাধীন করতে অনেকেই চেষ্টা করেছিল কিন্তু তারা পারি নাই। স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই এই দেশ স্বাধীন হয়েছিল। বঙ্গবন্ধুকে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসেবে অবশ্যই স্বীকার করতে হবে। বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে। বাংলাদেশ হবে সন্ত্রাস ও জঙ্গি মুক্ত অসাম্প্রদায়িক। বীর মুক্তিযোদ্ধারা বেশি দিন থাকবে না কিন্তু তাদের সন্তানরা মুক্তিযোদ্ধা চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। অন্যনদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাশরুবা ফেরদৌস,আতিঃ জেলা প্রশাসক সার্বিক শেখ মইনুল ইসলাম মইন,আতিঃ জেলা প্রশাসক রাজস্ব কাজী আরিফুর রহমান,আতিঃ জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ রিয়াজ হোসেন,বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান, বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জর্জ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি সৈয়দ ফিরোজ কামাল শুভ, সাতক্ষীরা প্রেসক্লাবের ক্লাবের সাধাঃ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ সভাপতি মোহাম্মদ আলী সুজন সহ বীর মুক্তিযোদ্ধা ,জেলা প্রশাসন, জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের বাংলাদেশ শিশু একাডেমী পক্ষে থেকে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা শিল্পকলা একাডেমী সাধাঃ সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন।