স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় মুনজিতপুর একাডেমী জামে মসজিদে মুসল্লীদের সাথে সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী মশিউর রহমান বাবুর মত বিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইফতারের পূর্বে মত বিনিময় সভায় মসজিদ কমিটির সভাপতি তাসিন মুহাম্মদ মশফিকুর রহমানের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য মো: আশরাফুজ্জামান আশু, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক শেখ শরিফুজ্জামান বিপুল, এড. চঞ্চল, অধ্যাপক নূর মোহাম্মদ পাড়, মসজিদ কমিটির সধারন সম্পাদক মো: রফিকুল ইসলাম, জেলা তরুন পার্টির সভাপতি আবু ইয়াসিন, সাধারন সম্পাদক আব্দুল কাদের প্রমুখ। এছাড়া এলাকার বিপুল সংখ্যক মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।