বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি \ গোপালগঞ্জ টেকেরহাট থেকে ধান কেটে, ট্রাকে করে সেই ধান নিয়ে বাড়ি ফেরার পথে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুনসিগঞ্জে ধান ভর্তি ট্রাকটি (ঢাকা মেট্রো ড-১২-১৭৪৮) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যেয়ে ৪ জন আহত হয়েছে। গতকাল ১৮ মে বৃহস্পতিবার সকাল ৭ টা ৩০ মিনিট এর দিকে উপজেলার মুন্সিগঞ্জ ধানখালী নামক স্থানে ঘটনাটি ঘটে। আহতরা হলেন, কয়রা উপজেলার আংটিহারা জোড়শিং গ্রামের মৃত নওশের খান এর পুত্র আলাউদ্দিন খান (৩২), সবুজ খান (২৭), আব্দুল রাজ্জাকের পুত্র কাদের (২৩) ও মৃত মাজিদ গাজীর পুত্র আসাদুল গাজী (২৪)।প্রত্যক্ষদর্শী শহিদুল ইসলাম বলেন, আমার বাড়ির সামনে ট্রাকটি উল্টে গেলে ৪ জন ধানের বস্তার নিচে চাপা পড়ে, সাথে সাথে আমি ও আমার ছেলে তাদের টেনে বের করি। তাদের চিকিৎসা করানো হয়েছে মোটামুটি সুস্থ আছে। কয়রা ও গবুরার মোট ২৬ জন শ্রমিক এক সাথে ধান কাটতে যায়।