বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে আত্মসমর্পনকৃত বনদস্যুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২ টায় উপজেলার মুন্সিগঞ্জ বাসস্ট্যান্ডে র্যাব ফোর্সেস ডিজি মহোদয়ের পক্ষ হতে র্যাব-৮, বরিশাল কর্তৃক আত্মসমর্পণকারী উপজেলার ৫৪ জলদস্যুকে ঈদ উপহার প্রদান করা হয়। উলেখ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী গত ২০১৮ সালে পহেলা নভেম্বর তারিখে সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণা করেন। বর্তমানে আত্মসমর্পণকারী জলদস্যু পুনর্বাসিত হয়ে স্বাভাবিক ভাবে জীবন-যাপন করছেন। তাদের জন্য আসন্ন ঈদুল আযহা উপলক্ষে আত্মসমর্পনকারী সুন্দরবনের বনদস্যু ও জলদস্যুদের মাঝে র্যার-৮ বরিশালের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়। বিতরন কালে র্যাবের পক্ষ থেকে জানানো হয়- আত্মসমর্পণকারী সুন্দরবনের বনদস্যু বা জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী সকল জলদস্যু/বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনার বিষয়টি চলমান রয়েছে।