রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:২৭ অপরাহ্ন

মুন্সিগঞ্জে মুন্ডা ছাত্র—ছাত্রী জাতীয় শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

বুড়িগোয়ালিনী ইউনিয়ন প্রতিনিধি \ সাতক্ষীরা’র শ্যামনগর মুন্সিগঞ্জ বাংলাদেশ মুন্ডা ছাত্র ছাত্রী ১৪তম জাতীয় শিক্ষা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় বাংলাদেশ মুন্ডা স্টুডেন্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আয়োজনে সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা ও বাংলাদেশ মুন্ডা সুন্দরবন আদিবাসী মহিলা সমবায় সমিতি লিমিটেডের সহযোগিতায় মুন্সিগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে উদ্বোধনের মাধ্যমে ৪ দিনব্যাপী সম্মেলন শুরু হয়। বাংলাদেশ মুন্ডা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কার্তিক পাহানের সঞ্চালনায় সুন্দরবন আদিবাসী সংস্থার সভাপতি গোপাল মন্ডার সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন মুন্সিগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যাপক মোঃ মোস্তফা আব্দুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এস এম আব্দুর রাজ্জাক, বিলাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুম আবু, সুন্দরবন আদিবাসী সংস্থার নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা, হরিপাল চন্দ্র পাহান, সুরেশ মগারিয়া, কুরশিদ পাহান, প্রণব পাহান, তারাপদ মুন্ডা, রামপ্রসাদ মুন্ডা, রামপ্রসাদ মন্ডল প্রমুখ। মুন্ডাদের হারিয়ে যাওয়া ধর্ম, মুন্ডা ভাষা, সংস্কৃতি সংরক্ষণ, শিক্ষা বিকাশ ও মাদকমুক্ত প্রগতিশীল সমাজ গঠনের উদ্দেশ্যে সারা বাংলাদেশের ৩ শতাধিক মুন্ডা ছাত্র—ছাত্রীদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বক্তারা মুন্ডাদের আদি সংস্কৃতি ধরে রাখার জন্য বিশেষ ভাবে আলোচনা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com