মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলা মুন্সিগঞ্জ ইউনিয়নে নৌ পুলিশ ও বনবিভাগের অভিযানে রান্না করা মাংস সহ একজন আটক। আটকৃত হলেন সিংহরতলী গ্রামের আনসার গাজীর ছেলে সাত্তার গাজী(৪২)। নৌ পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবন থেকে হরিণের মাংস সাত্তারে বাড়িতে নিয়ে আসছে এই তথ্য ভিত্তিতে শনিবার বিকাল ৪ টার দিকে মুন্সিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ শিশির নেতৃত্বে নৌ পুলিশের সদস্য ও বন বিভাগ মুন্সিগঞ্জ ইউনিয়নে সিংহরতলী গ্রামে যৌথ অভিযান চালায। এ সময় আসামি সাত্তারে রান্না ঘরে হরিণের মাংস দিয়ে ভাত খাওয়া অবস্থায় তাকে আটক করে। এ বিষয় মুন্সিগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ শিশির বাবুর কাছে জানতে চাইলে তিনি সত্যতা স্বীকার করে বলেন আসামি সহ মাংস বন বিভাগের কাছে হস্তান্তর করি। এ বিষয়ে চুনকুড়ি ফরেস্ট ওসি হারুন জানান আসামি আমাদের হেফাজতে আছে আগামীকাল রবিবার বন আইনে মামলা দিয়ে সাতক্ষীরা কোট হাজতে প্রেরণ করা হবে। আসামি সাথে জড়িত ব্যক্তিদের তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।