মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলা মুন্সীগঞ্জ ইউনিয়নে মুন্সিগঞ্জ নৌ পুলিশের অভিযানে অবৈধ মাছ ধরা চায়না দুয়ারী জাল উদ্ধার অতঃপর পুড়িয়ে ধ্বংস। রবিবার বেলা ১১ টা মুন্সীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স এবং শ্যামনগর উপজেলা মৎস্য অফিসার তুষার কান্তি মজুমদার উপস্থিততে ইউনিয়নে কুলতলী খাল, কচু খালি গ্রামে মাটির কেল্লা এলাকা বিলে অভিযান চালায় এ সময় ১৫ টি চায়না দুয়ারী জাল মালিকবিহীন পাতানো অবস্থায় উদ্ধার করা হয়। নৌ পুলিশ সূত্রে জানা যায় বহুদিন ধরে কিছু অসাধু মৎস্য আহরণকারীরা খালে বিলে অবৈধ জাল দিয়ে বিভিন্ন প্রজাতির ছোট ছোট মাছ আহরন করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে বেলা ১১ থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান চালায়। অভিযান চালিয়ে ১৫ টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করে যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা। উদ্ধার কৃত জাল গুলো সিনিয়র মৎস্য অফিসার নির্দেশে জন সম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়। এ বিষয়ে নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নুরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন এলাকায় কিছু অসাধু মৎস্য আহরণকারী আছে যারা প্রতিনিয়ত অবৈধ জাল দিয়ে বিভিন্ন প্রজাতির ছোট ছোট মাছ ধরে বাজারে বিক্রি করছে মৎস্য রক্ষা স্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে জাল সহ মালিককে পাওয়া গেলে তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।