মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলা মুন্সিগঞ্জ ইউনিয়নে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সাতক্ষীরা চার আসনে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী আতাউল হক দোলন পক্ষে ইউনিয়নে ৪/৫/৬ নং ওয়ার্ডের উপকার ভোগিদের সাথে উঠান বৈঠক হয়েছে। বুধবার বেলা ১০ টার দিকে ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজেদ মোড়ল সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুজ্জামান সাঈদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য গোলাম মোস্তফা বাংলা, এছাড়াও বক্তব্য রাখেন বনশ্রী মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আব্দুল করিম সহ ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বাংলাদেশের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে হলে জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী আতাউল হক দোলনকে নৌকা মার্কায় ভোট দিয়ে এলাকার উন্নয়ন ধারা অব্যাহত রাখাতে হবে।