মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি ॥ আগামী উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নে হরিনগর বাজারে নির্বাচনীয় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকাল ৫টার দিকে হরিগর বাজারে সকল পেশা জীবি মানুষের সাথে নিয়ে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে উপলক্ষে, বীর মুক্তিযোদ্ধা, গণ্যমান্য ব্যক্তিবর্গকে সাথে নিয়ে কুশল বিনিময় করেন উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাঈদুজামান সাঈদ গণসংযোগকালে তিনি, উপজেলা ভাইস চেয়ারম্যান থাকাকালীন রাস্তা ঘাট, মসজিদ-মাদ্রাসা, মন্দিরের সার্বিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ স্থানীয় উন্নয়নের সফলতা প্রচার করেন। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করার জন্য সকলের কাছে মূল্যবান ভোট এবং দোয়া প্রার্থনা করেন।