মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিয়ন শাখার যুব বিভাগের পক্ষ থেকে মঙ্গলবার বেলা ১১ টার দিকে হরিনগর বাজারে জনসাধারণের মাঝে তাপদাহের কারণে সুপ্রিয় পানি ও স্যালাইন বিতরণ করা হয়। পানি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্যামনগর উপজেলা যুব বিভাগের সম্মানিত সভাপতি সাঈদী হাসান বুলবুল, মুন্সিগঞ্জ ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি জনাব আজহারুল ইসলাম, ইউনিয়ন যুব সভাপতি নাজমুল হোসেন, ইউনিয়ন যুব সরকারি সেক্রেটারি জনাব রবিউল ইসলাম, সহ বিভিন্ন ওয়ার্ড এবং ইউনিট পর্যায়ে দায়িত্বশীলবৃন্দ।