বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্য বৃন্দের দায়িত্ব গ্রহণ ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টায় ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ মিলানায়তনে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ও জনসাধারণের উপস্থিতিতে ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিউর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ উজ্জামান সাইদ, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ডালিম কুমার ঘোরামী, মহিলা সদস্য শিল্পী রানী মৃধা সহ নব নির্বাচিত সদস্য ও সদস্যা প্রমূখ। অভিষেক অনুষ্ঠানের শুরুতে বিভিন্ন দিকনির্দেশনা ও সুবিধা-অসুবিধা মূলক বক্তব্যের মধ্যে দিয়ে দায়িত্ব হস্তান্তর করেন প্রাক্তন চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল ও দায়িত্ব গ্রহণ করেন নবনির্বাচিত চেয়ারম্যান অসিম মৃধা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ব্রততী প্রিয়া তুলি।