মুন্সীগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি \ বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর বাস্তবায়নে এবং পিটারসন কন্ট্রোল ইউনিয়ন এর আর্থিক সহযোগিতায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ফুলতলা গ্রামে লিডার্স পুরাতন অফিসে পানি বিশুদ্ধকরণ প্লান্ট এর শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উদ্বোধন করা হয়। উক্ত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লিডার্স এর নির্বাহী পরিচালক মোহন কুমার মন্ডল, প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে ফিতা কেটে পানি বিশুদ্ধকরণ প্লান্ট এর শুভ উদ্বোধন করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অসীম কুমার মৃধা, পিটারসন কন্ট্রোল ইউনিয়নের ম্যানেজিং ডিরেক্টর মোঃ ফকরুল ইসলাম খান, আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ ইউপি মহিলা সদস্য নিপা চক্রবর্তী, হরিদাস হালদার, জলবায়ু সহনশীল ফোরামের সভাপতি ও প্রাক্তন প্রধান শিক্ষক ধনঞ্জয় কুমার মিস্ত্রী, তপন কুমার মন্ডল, সাঈদ আল ফয়সাল, শুভঙ্কর বড়–য়া, রিভেল আহমেদ, বসির উদ্দীন, রবি শংকর দে, সাদ্দাম হোসেন, দীপ্তি রানী মন্ডল, বিলকিস বেগম সহ লিডার্স এর সকল কর্মকতাবৃন্দ প্রমূখ।