মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলা মুন্সীগঞ্জ ইউনিয়নে ছোট ভেটখালী গ্রামে সরকারি রাস্তার পাশে গাছ কর্তন অত পর হরিনগর তহশিল জব্দ। তহশীল অফিস সূত্রে জানা যায় বৃহস্পতিবার বেলা ৭টার দিকে ছোট ভেটখালী গ্রামে জবেদ গাজী অবসরপ্রাপ্ত বনবিভাগ রেঞ্জ কর্মকর্তা তার বাড়ির সামনে সরকারি রাস্তার উপারে লাগানো কেওড়া গাছ গুলো ইলেকট্রনিক গাছ কাটা মেশিন দিয়ে লোকজন দিয়ে কর্তন করেছে এমন খবরের ভিত্তিতে। হরিনগর তওশীল অফিসে নায়েব কামাল হোসেন নির্দেশে পিয়ন আরিফ বিল্লা কর্তন কৃত গাছ ইলেকট্রনিক মেশিন জব্দ করে। এ সময় ৪টা বড় বড় কেওড়া গাছ গুড়ি ও ১ টি ইলেকট্রনিক মেশিন কিছু লাইলনের রশি জব্দ করে। জব্দকৃত গাছ হরিনগর তহশীল অফিসে নিয়ে আসে। এ বিষয় হরিনগর তহশীল নায়েব কাছে জানতে চাইলে তিনি বলেন শ্যামনগর উপজেলা সহকারি ভূমি নির্দেশে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা হবে।