শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন

মুন্সীগঞ্জে সিপিজি সদস্যদের সমন্বয়ে মাসিক সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

বুড়িগোয়ালিনী (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের কদমতলা স্টেশন অফিসে বন বিভাগ ও তিন ইউনিটের সিপিজি সদস্যদের সমন্বয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৯ অক্টোবর বুধবার বিকাল ৪ টায় কদমতলা ফরেস্ট স্টেশন অফিস কার্যালয়ে সিপিজির সভাপতি ফরিদুল আলম এর সভাপতিত্বে কদমতলা স্টেশন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন বনবিভাগের কমিউনিটি পেট্রনিল গ্রুপ সিপিজির কাজ বাস্তবায়ন করার দিক নির্দেশনা বিষয় আলোচনা করেন। সুন্দরবনে চোরাশিকার বন্ধ, বিষ দিয়ে মাছ শিকার বন্ধ, অভয়ারণ্য এলাকায় মাছ শিকার বন্ধ ও বিভিন্ন সামাজিক কর্মসূচি হাতে নিয়েছে বনবিভাগ। এতে অপরাধ প্রবনতা কমবে বলে মনে করছেন বনবিভাগের কর্মকর্তারা। সুন্দরবনের অভয়ারন্য এলকা থেকে গোপনে এক ধরনের অসাধু জেলেরা মাছ ধরেন এতে মাছের প্রজননে সমস্যা হয়। এসব সমস্যা মোকাবেলায় মানুষের সচেতনতার বিকল্প নেই। যার কারণে বনবিভাগ জেলে বাওয়ালীদের সচেতন করতে তাদের নিয়ে উঠান বৈঠক ও আলোচনা সভার কর্মসূচি গ্রহণ করেছেন। বনবিভাগ এ ধরনের উদ্যোগ নিয়েছে। তারা এলাকায় এসে মানুষকে সচেতন করবেন। সুরক্ষা প্রকল্পের আওতায় এ কাজ বাস্তবায়নের জন্য সিপিজি সদস্যদের দায়িত্ব দেওয়া হচ্ছে। তাই প্রতি মাসে ন্যুনতম তিনটি উঠান বৈঠক ও আলোচনা সভা করতে হবে। সুন্দরবনে এখন বিষ প্রয়োগে মাছ শিকারের পরিমান বেশি, তাই মানুষদের সচেতন করা উচিৎ, মানুষ যদি মনে করে সুন্দরবন আমাদের সম্পদ তাহলে আর ক্ষতি করতে চাইবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com