মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলা মুন্সীগঞ্জ ইউনিয়নে কুলতলী শেখ বাড়ি জামে মসজিদ এর উদ্যোগে ৫২ তম বার্ষিক ৩ দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল আজ বাদ আসর। মাহফিলে সভাপতিত্ব করবেন অত্র মসজিদের সভাপতি আব্দুস সাত্তার শেখ। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদ সদস্য সাতক্ষীরা ০৪ এস, এম,আতাউল হক দোলন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শ্যামনগর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুজ্জামান সাঈদ, মুন্সিগঞ্জ সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল। মাহফিলে প্রধান বক্তা হাফেজ মাওলানা কারি তাওহীদ বিন আলি লাহোরী ঢাকা, ২য় দিন প্রধান বক্তা৷ হযরত মাওঃ শায়খ এম হাসিবুর রহমান সিলেট। ৩য় দিন প্রধান বক্তা হাফেজ ক্বারী মাওলানা জুবায়ের আহমেদ তাশরীফ। সার্বিক ব্যবস্থাপনায় মাহফিল কর্তৃপক্ষ।