মুন্সিগঞ্জ (শ্যামনগর) প্রতিনিধি \ শ্যামনগর উপজেলা মুন্সিগঞ্জ ইউনিয়নে শ্যামনগর থানা পুলিশ অভিযানে ৫ শত লিটার ভেজাল মধু সহ ২ জন আটক করেছে থানা পুলিশ। আটকৃত হলেন উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নে যতীন্দ্রনগর গ্রামে মৃত যতীন মন্ডলের ছেলে বিজয় মন্ডল (৫৭) বিমল মন্ডল (৫৫) থানা পুলিশ সূত্রে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে যতীন্দ্রনগর নগর গ্রামে বিমল মন্ডলের বাড়িতে ভেজাল মধু তৈরি হচ্ছে এই তথ্য ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১ টার দিকে শ্যামনগর থানা পুলিশ এসআই সাকায়েতুল নেতৃত্বে পুলিশের চৌকস একটি দল যতীন্দ্রনগর গ্রামে অভিযান চালায়। এ সময় ৫ শ লিটার চিনি মেশানো ভেজাল মধু সহ তাদের দুজনকে আটক করে। মধুসহ আসামিদেরকে শ্যামনগর থানায় নিয়ে যায়। এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম বাদল কাছে জানতে চাইলে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন আসামিদের কে সাতক্ষীরা কোট হাজতে প্রেরণ করা হবে তিনি আরো বলেন ভেজাল মধুর ওপরে অভিযান অব্যাহত থাকবে।