বাংলাদেশ ইসলামী আন্দোলনের নায়েবে আমিরুল মুজাহিদীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েকে চরমোনাই আজ সাতক্ষীরা আসছেন। দারুল আত্ফাল তাহফিজুল কোরআন গয়ড়া বাজার হাফিজিয়া মাদরাসার উদ্যোগে ও বাংলাদেশ মুজাহিদ কমিটি কলারোয়া উপজেলার সার্বিক ব্যবস্থাপনায় কলারোয়া উপজেলার চন্দনপুর মাধ্যমিক বিদ্যালয় বলফিল্ড ময়দানে অপরদিকে দারুল উলুম মাদরাসার উদ্যোগে ও বাংলাদেশ মুজাহিদ কমিটি আশাশুনি উপজেলার সার্বিক ব্যবস্থাপনায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে বুধহাটা ফুটবল ময়দানে। মাহফিলে তিনি প্রধান অতিথি হিসাবে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান নসিহাত পেশ করবেন। আছরের নামাজের পরে কলারোয়া চন্দনপুরে এবং এশার নামাজের পরে বুধহাটায় বয়ান পেশ করবেন, ইনশাআলাহ। বাংলাদেশ মুজাহিদ কমিটি সাতক্ষীরা জেলা সভাপতি আলহাজ্ব শেখ আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেছেন। -প্রেস বিজ্ঞপ্তি