বাঁশদহা (সাতক্ষীরা সদর) প্রতিনিধি \ সাতক্ষীরা সদর উপজেলার বাঁশদহা ্্্্্্্্্্্্্্্্ইউনিয়নের হাওয়ালখালী দক্ষীন পাড়া জামে মসজিদের সাপ্তাহিক জুমার নামাজ ও ই্ফতারির সময় মুসুলিদের অংশ গ্রহন চোখে পড়ার মত।আর এ সময় মসজিদের জায়গা সংকুলানের অভাবে মুসুলিদের ভীষন ভোগান্তি পোহাতে হয়। আর মুসুলিদের দূর্ভোগ যাহাতে না পোহাতে হয় সে বিষয় টি মাথায় রেখে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি বিশ্ষ্ঠি সমাজ সেবক ও ব্যাবসায়ী এ এইচ এম কামরুজ্জামান নিজস্ব অর্থায়নে মসজিদের সম্মুখাংশের পকাকরনের কাজে হাত দেন। এ উপলক্ষ্যে গত কাল মঙ্গলবার সকাল ১০ টার সময় এলাকার মুসুলিদের ও কমিটির অন্যান্য সদস্যদের সাথে নিয়ে এ পাকাকরনের কাজের শুভ ্্্্্্্্উদ্বোধন করেন।এ সময় অন্যদের মধ্যে মসজিদ কমিটির সহ সভাপতি মুকুল হোসেন, যুগ্ম সম্পাদক পশু চিকিংসক কাবুল হোসেন,সদস্য জুলফিকার আলী সহ অন্যান্য মুসলি বৃন্দ উপস্থিত ছিলেন।