স্টাফ রিপোর্টার ঃ কালিগঞ্জে মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ে উন্নয়নে প্রকল্পের চিঠি হস্তান্তর করেছেন। গতকাল দুপুরে সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু কালিগঞ্জ উপজেলা মুড়াগাছা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থ কুমারের হাতে উন্নয়ন প্রকল্পের চিঠি তুলে দেন। এ সময় প্যানেল চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার শিক্ষা ও শিক্ষকবান্ধব সরকার। শিক্ষার গুনগত মানোন্নয়নে বর্তমান সরকার ব্যাপক কাজ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষকদের নিয়ে সব সময় ভাবেন। এ লক্ষ্যে জেলা পরিষদ থেকে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য এড. শাহনেওয়াজ পারভীন মিলি, ব্রহ্মরাজপুর ইউপি সুবাস মন্ডল, কুশখালী ইউপি সদস্য সুবাস মন্ডল, কুশখালী ইউপি সদস্য শেফালী খাতুন, ইউপি সদস্য মঞ্জুয়ারা বেগম, ঘোনা ইউপি সদস্য তসলিমা খাতুন প্রমুখ।