শনিবার, ০৩ মে ২০২৫, ১০:১০ অপরাহ্ন

মেঝেতে ফেলে দেন উইলিয়াম -প্রিন্স হ্যারি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৬ জানুয়ারী, ২০২৩

এফএনএস বিদেশ : আগামী ১০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে প্রকাশ পাচ্ছে ব্রিটিশ রাজপরিবার ছেড়ে আসা প্রিন্স হ্যারির বহুল প্রত্যাশিত আত্মজীবনী ‘স্পেয়ার’। তবে ইতোমধ্যে এরইমধ্যে একটি কপি হাতে পেয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান। সেখানে বলা হলা, আত্মজীবনীতে বড় ভাই প্রিন্স অব ওয়েলস উইলিয়ামের বিরুদ্ধে শারীরিকভাবে জখমের অভিযোগ এনেছেন হ্যারি। অভিনেত্রী মেগান মার্কেলকে বিয়ে করায় দুই ভাইয়ের সম্পর্ক ভেঙে যায় বলে আত্মজীবনীতে উলে­খ করেছেন প্রিন্স হ্যারি। ২০১৯ সালে লন্ডনের প্রাসাদের ওই সংঘাতের কথা উলে­খ করে হ্যারি লিখেছেন, মেগানকে ‘বাজে’, ‘বদরাগী’ ও ‘বেপরোয়া’ বলতেন উইলিয়াম। তাকে শারীরিকভাবে উইলিয়াম আঘাত করেন বলেও উলে­খ করেছেন প্রিন্স হ্যারি। বইতে প্রিন্স হ্যারি লিখেছেন, একপর্যায়ে দুজনের মধ্যে এ সংঘাত চরম আকার ধারণ করে। তিনি লিখেছেন, উইলিয়াম ‘আমার কলার চেপে ধরে, গলার চেইন ছিঁড়ে ফেলে এবং…মেঝেতে ছিটকে ফেলে দেয়’। প্রিন্স হ্যারির আত্মজীবনী ‘স্পেয়ার’-এর পৃষ্ঠা ছয়ের বরাত দিয়ে এটি জানিয়েছে গার্ডিয়ান। আগামী সপ্তাহে সারাবিশ্বে প্রকাশিত হওয়া বইটি ব্রিটিশ রাজপরিবার নিয়ে মারাত্মক হইচই ফেলে দিতে পারে বলে মনে করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com