এফএনএস স্পোর্টস: এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে ফিটনেস ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। গতকাল সোমবার ক্যাম্পে ডাক পাওয়া ৩২ ক্রিকেটারের মধ্যে ২০ ক্রিকেটারকে নিয়ে শুরু হয় প্রথম দিনের কার্যক্রম। প্রথম দিনে ক্রিকেটারদের স্বাস্থ্য পরীক্ষা হয়েছে। যার মধ্যে ছিল রক্ত-চোখ-ইসিজির মতো পরীক্ষা। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সহকারী ব্যবস্থাপক শাহরিয়ার নাফীস ক্যাম্প নিয়ে গণমাধ্যমকে বলেন, ‘আমাদের চুক্তিবদ্ধ সব খেলোয়াড় এবং স¤প্রতি যারা জাতীয় দলের হয়ে বিভিন্ন টুর্নামেন্টে খেলেছে; তাদের সবাইকেই আসতে বলা হয়েছে। সোমবার মূলত যে কাজটা, বেসিক মেডিকেল পরীক্ষা হচ্ছে। রক্ত, চোখ পরীক্ষা ও ইসিজি। মেডিকেল টেস্টগুলো করা হচ্ছে। মঙ্গলবার থেকৈ গ্রæপ করে করে হাড় ও মাসেলের কী অবস্থা এই পরীক্ষাগুলো করা হবে।’ তিনি আরও বলেন, ‘স্বাভাবিকভাবে এই পরীক্ষাগুলো আমরা বছরে একবার করার চেষ্টা করি। স্বাভাবিকভাবে যখন হাই পারফফরম্যান্সের ক্যাম্প শুরু হয়, তখন তারা করে। জাতীয় দলের ক্যাম্প যখন শুরু হয়, তখন তারা করে। টাইগার্সের ক্যাম্পে তারা করে। এবার সবগুলো একসঙ্গে করা হচ্ছে।’ নাফীস বলেন, ‘বাড়তি সতর্কতা না। এটা রেগুলার প্রসিডিউর। এবার দৃশ্যমান হচ্ছে কারণ এগুলো সব একসঙ্গে করা হচ্ছে। বয়সভিত্তিক ক্রিকেটেও এগুলো নিয়মিত হয়। মেডিকেল বিভাগের সঙ্গে কথা হচ্ছিল, বছরে একবার হলে ভালো, দুই বছরে হলেও সমস্যা নেই।’