কালিগঞ্জ ব্যুরোঃ সাতক্ষীরায় ডিএমসির মেঘা অন্নেষনে শিক্ষা ওরিয়েন্টেশন অনুষ্টিত হয়েছে। গতকাল সকাল ১০টায় সাতক্ষীরা দি মোজাফফার গার্ডেনের অডিটরিয়ামে জেলার সকল সরকারী ও বেসরকারী কলেজের দ্বাদশ শ্রেনীর পড়ূয়া শিক্ষার্থীদের মধ্যে থেকে প্রায় ৫০০০ শিক্ষার্থী বিভিন্ন বিভাগ হতে অংশ নেন। তার মধ্যে থেকে বিঞ্জান বিভাগ হতে কালিগঞ্জ সরকারী কলেজ থেকে মেধা তালিকায় দৈনিক দৃষ্টিপাতের কালিগঞ্জ ব্যুরো শেখ শরিফুল ইসলামের বড় কন্যা মোছাম্মাদ শারমিন সুলতানা মিম মেধা তালিকায় স্থান উত্তীর্ণ হয়েছে। সে ভবিষ্যতে ডাক্তার হতে চায়। সে সকলের নিকট দোয়া প্রার্থী। প্রসঙ্গত সাতক্ষীরা জেলায় বিঞ্জান বিভাগ থেকে ২০০০হাজার শিক্ষার্থীর মধ্যে ৩০জন জেলার বিভিন্ন কলেজ থেকে মেধা তালিকায় স্থান পায়। তার মধ্যে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত প্রভাষক শেখ ফরিদ উদ্দীনের পুত্র সহ সাংবাদিক শেখ শরিফু ইসলামের কন্যা শারমিন সুলতানা মিম কালিগঞ্জ সরকারী কলেজ হতে উত্তীন হয়ে সাতক্ষীরা জেলায় ডিএমসি মিশনের মেধা তালিকায় স্থান পায়।