বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
১৭ বছর পর কারামুক্ত বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু প্রধান উপদেষ্টার সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ফোনালাপ শেখ হাসিনা পরিবারের দুর্নীতি: ৮ মেগা প্রকল্পের সব নথি তলব দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে শেখ হাসিনাকে ফেরত আনতে কূটনৈতিক চ্যানেলে চেষ্টা করা হচ্ছে: চিফ প্রসিকিউটর ঢাকা—খুলনা রুটে নতুন ট্রেন চলাচল শুরু, উচ্ছ্বসিত যাত্রীরা যারা গণহত্যায় জড়িত ছিল তাদের বিএনপিতে নেওয়া হবে না: মির্জা ফখরুল তরুণদের ভোটাধিকার নিশ্চিত করতে চায় নির্বাচন কমিশন দেশের তিন পরিবেশ আদালতে আইনি বাধায় পর্যাপ্ত মামলা নেই সীমান্ত থেকে ১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

মেসির জন্য অপেক্ষায় যত রেকর্ড

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১৭ ডিসেম্বর, ২০২২

এফএনএস স্পোর্টস: উড়ন্ত আর্জেন্টিনা কাতার বিশ্বকাপে এসে প্রথম ম্যাচেই ধপাস করে মাটিতে পড়ে যায়। তবে এতে আত্মবিশ্বাস হারায়নি তারা। প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ২-১ গোলে হারার পর আরো উজ্জীবিত হয়ে পরের ম্যাচগুলোতে ফিরে আসে। এরপর একে একে মেক্সিকো, পোল্যান্ড, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস এবং সবশেষ সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে নিশ্চিত করে ফাইনালে খেলার টিকিট। আর্জেন্টিনার পুরো দলটি এবার খেলছে ট্রফির লক্ষ্যে। কেননা বর্তমানে তাদের দলে খেলা লিওনেল মেসি তার ক্যারিয়ারে সবকিছু অর্জন করে ফেলেছে শুধু বিশ্বকাপ ছাড়া এবং এই বিশ্বকাপেই শেষ বারের মতো খেলছেন তিনি। তাই সতীর্থরা তাদের শরীরের সবটুকু দিয়ে চেষ্টা করে যাচ্ছেন মেসির হাতে ট্রফিটি তুলে দিতে। লিওনেল মেসি তার জীবনে অসংখ্য রেকর্ড গড়েছেন, ছুঁয়েছেন আগের কিংবদন্তিদের গড়ে যাওয়া রেকর্ডও। বর্তমানে তাকেই সর্বকালের সেরা খেলোয়াড় বলে ডাকা হয়। এবার ফ্রান্সের বিপক্ষে ফাইনালে মেসির সামনে আরো কিছু রেকর্ড হাত নাড়িয়ে ডাকছে। এ ম্যাচে নামলেই তিনি নিজের ঝুলিতে আরো কিছু রেকর্ড যুক্ত করতে পারবেন। বর্তমানে জাতীয় দলের জার্সিতে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার তালিকায় যৌথভাবে শীর্ষে রয়েছেন মেসি। ক্রোয়েশিয়ার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে এ রেকর্ডটি গড়েছেন তিনি। ফাইনালে নামলেই রেকর্ডটি একার করে নেবেন, ছাড়িয়ে যাবেন বৈশ্বিক আসরে ২৫টি ম্যাচ খেলা জার্মান ডিফেন্ডর লোথার ম্যাথিউসকে। এ ছাড়া বিশ্বকাপে সবচেয়ে বেশি সময় খেলার রেকর্ডও হবে তার এই ম্যাচে। ফ্রান্সের বিপক্ষে লিওনেল মেসি অন্তত ২৪ মিনিট খেললেই এই রেকর্ড তার। মেসি বর্তমানে পাওলো মালদিনির থেকে ২৩ মিনিট পেছনে আছেন। মালদিনি ২ হাজার ২১৭ মিনিট খেলেছিলেন। এছাড়া ফাইনালে ফ্রান্সকে হারিয়ে দিলে সাবেক জার্মান তারকা মিরোস্লাভ ক্লোসাকে ছাড়িয়ে যাবেন তিনি। বর্তমানে বিশ্বকাপে ১৬ জয় নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মেসি এবং ১৭ ম্যাচ জয়ের রেকর্ড নিয়ে প্রথম স্থানে ক্লোসা। এদিকে বিশ্বমঞ্চে সবচেয়ে বেশি গোল করার তালিকায় যৌথভাবে ইয়ুর্গেন ক্লিন্সম্যান ও সান্দর কোকসিসের সঙ্গে ছয় নম্বরে আছেন মেসি। বৈশ্বিক আসরে সবচেয়ে বেশি জাল খুঁজে পেয়েছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসা (১৬), দুইয়ে ব্রাজিলের রোনাল্ডো (১৫)। এরপর যথাক্রমে জেরার্ড মুলার (১৪), জাস্ট ফন্টেইন (১৩), পেলে (১২) এবং মেসি আছেন ১১ গোল নিয়ে। ফাইনালে এক গোল করলেই জায়গা করে নেবেন কিংবদন্তি পেলের পাশে। তার বেশি গোল করলে ছাড়িয়ে যাবেন মেসি। এদিকে পাঁচ বিশ্বকাপে সবচেয়ে বেশি ১০টি ম্যাচে সেরার পুরস্কার হাতে উঠেছে লিওনেল মেসির। সাত ম্যাচে সেরা হয়ে দুইয়ে রয়েছেন পর্তুগিজ মহাতারকা রোনালদো। এ ছাড়া পাঁচ বিশ্বকাপে অংশ নেওয়া ছয় জনের ছোট্ট তালিকায় আছেন মেসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com