এফএনএস স্পোর্টস: লিওনেল মেসির জাদুর ছোঁয়ায় ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে মেসি জিতেছেন ফিফা ‘দ্য বেস্ট’ পুরস্কার। কদিন আগে পেলেন আরো একটি স্বীকৃতি, ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো জিতলেন মর্যাদার লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড। তবে এত কিছুর পরও মেসিভক্তরা স্বস্তিতে নেই। কারণ, পরবর্তী মৌসুমে মেসি কোন ক্লাবের হয়ে খেলবেন সেটি এখনো জানা নেই তাদের। মেসির পরবর্তী গন্তব্য কোথায় হতে পারে, সেই ভাবনায় মেসিভক্তরা। কদিন আগেও খবর এসেছিল, সৌদি আরবে যাচ্ছেন মেসি। সেই খবর এরইমধ্যে ভুল প্রমাণিত হয়েছে। বার্তা সংস্থা এএফপি বিশেষ সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছিল, ‘চুক্তি হয়ে গেছে মেসির। সৌদি আরবে আগামী মৌসুমে খেলবে সে। এটা বিশেষ চুক্তি। বিশাল অঙ্কের।’ বিভিন্ন গণ্যমাধ্যমও জানিয়েছিল, বছরে ৪০ কোটি ইউরো বেতনে ক্রিস্তিয়ানো রোনালদোদের প্রতিদ্ব›দ্বী ক্লাব আল হিলাল পেতে চায় মেসিকে। তবে মেসির বাবা ও এজেন্ট হোর্হে অস্বীকার করেন সৌদির কোনো ক্লাবে যোগ দেওয়ার খবরটা, ‘আগামী বছরের জন্য কোনো ক্লাবের সঙ্গে কিছুই হয়নি মেসির। পিএসজির সঙ্গে চুক্তি শেষ হওয়ার আগে কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না।’ মেসির সৌদি ভ্রমণের পর আল হিলালের নামই সবচেয়ে বেশি শোনা যাচ্ছিল। এবার মেসির সঙ্গে চুক্তির বিষয়ে প্রতিক্রিয়া জানাল আল হিলালও। এখন পর্যন্ত কোনো চুক্তি হয়নি বলে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভোকে জানিয়েছে আল হিলাল। শুধু লিখিতই নয়, মৌখিকভাবেও দুই পক্ষের মধ্যে চুক্তি নিয়ে কোনো সমঝোতা হয়নি বলে জানিয়েছে ক্লাবটি। তবে আল হিলাল ক্লাবের কর্তারা স্বীকার করেছেন, মেসির সঙ্গে চুক্তির প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে তারা।