এফএনএস স্পোর্টস: লিওনেল মেসি জানিয়ে দিয়েছেন, পরের বিশ্বকাপে আর নয়। তার এমন সিদ্ধান্তকে যৌক্তিকই মানছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তবে দলের সেরা খেলোয়াড়কে ২০২৬ বিশ্বকাপে পাওয়ার আশা এখনই ছেড়ে দিচ্ছেন না তিনি। ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালের আগেই মেসি ঘোষণা দিয়ে দেন, পরের বিশ্বকাপে আর খেলবেন না। অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে এই মুহূর্তে বেইজিংয়ে আর্জেন্টিনা দলের সঙ্গে থাকা ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড দিন দুয়েক আগে বলেন, আগের সিদ্ধান্তে এখনও অটল আছেন তিনি। ম্যাচের আগের দিন স্কালোনির সংবাদ সম্মেলনেও ওঠে প্রসঙ্গটি। আর্জেন্টিনা কোচ তুলে ধরেন নিজের ভাবনা। “আমার কাছে তাকে খুব বিচক্ষণ বলে মনে হয়, সে মিথ্যা বলে না। বাস্তবতা হচ্ছে, সামনে কী হবে, তা সে বুঝতে চায়। সে কেমন অনুভব করছে, তার ওপর নির্ভর করে আমরা সিদ্ধান্ত নেব এবং এটিই যৌক্তিক।” “বিশ্বকাপের দেরি আছে, এর বাইরে এখনই চিন্তা করার কোনো মানে হয় না। যেহেতু সে খুবই বাস্তববাদী, তাই সে এটা বলেছে এবং আমার কাছে তা খুবই যৌক্তিক বলে মনে হচ্ছে। সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারব সে কেমন অনুভব করছে এবং খেলতে চায় কি-না, আর এটাই গুরুত্বপূর্ণ বিষয়। আজ ও আগামী ১০ বছর পর কীভাবে খেলতে হবে তা সে জানে।” এই মাসে পিএসজির সঙ্গে চুক্তি শেষে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যোগ দেবেন মেসি। ইউরোপের তুমুল প্রতিদ্ব›িদ্বতার ফুটবল থেকে তার সরে যাওয়াকে ভালো চোখে দেখছে না অনেকে। তবে স্কালোনির কাছে মেসির ভালো থাকাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। “আমি খুশি সে এমন একটি শহরের ক্লাব বেছে নিয়েছে যারা তার সঙ্গে চমৎকার আচরণ করবে বলেই আমার মনে হয়। সেখানে ফুটবল খেলে সে খুশি হবে, যেটা আমরা সবাই চাই। লিগ বা দেশ, যেটাই হোক না কেন, তার ভালো অনুভব করাটা গুরুত্বপূর্ণ। সে এটি অর্জন করেছে এবং এটি তার প্রাপ্য।”