শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নূরনগরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইসলামী প্রতিযোগিতা ও সংস্কৃতি অনুষ্ঠান শ্যামনগরে পানি সংরক্ষনের জন্য ড্রাম বিতরণ শ্যামনগরে সুপেয় পানির আরও প্লান্ট উদ্বোধন করলেন ইউএনও রনী খাতুন জলাভূমির অস্তিত্ব বিপন্ন হতে দেওয়া যাবে না কর্মশালায় অতিরিক্ত সচিব মোঃ আক্তারুজ্জামান শিবপুর ও কুশখালীর জলাবদ্ধতা এলাকা পরিদর্শনে সদর ইউএনও আশাশুনিতে তথ্য অধিকার বুথ ক্যাম্প অনুষ্ঠিত আশাশুনিতে শাক—সবজী বীজ বিতরণ ও চাষী প্রশিক্ষন কয়রায় শিশুদের আনন্দদানে ও মেধা বিকাশে শিশু মেলা নতুন নির্বাচনী সামগ্রীতে এয়োদশ সংসদ নির্বাচন ## প্রয়োজনের অতিরিক্ত মালামাল কেনায় নিরুৎসাহিত এবং ব্যয় সংকোচনের পরামর্শ কমিশনের ## তিন লাখ ভোট কক্ষের জন্য ৭০ ধরণের সামগ্রী, সময় লাগবে ৬—৭ মাস ## দ্বাদশ সংসদের বেশির ভাগ মালামাল ব্যবহারে অনুপযোগী জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আর্থিক অনুদান প্রদান আজ

মেসি শুধু আর্জেন্টিনার নয়, বিশ্বের সম্পদ -স্কালোনি

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ৮ জুন, ২০২২

এফএনএস স্পোর্টস: ৩৪ বছর বয়সে এসেও নিত্যনতুন বিশ্ব রেকর্ড গড়ছেন লিওনেল মেসি। তাকে নিয়ে আর বলার কিই-বা থাকে! প্রতিটি সংবাদ সম্মেলনেই মেসির প্রশংসায় পঞ্চমুখ থাকেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। প্রীতি ম্যাচে এস্তোনিয়ার বিপক্ষে ৫ গোল দেওয়া মেসিকে এখন ব্যাখ্যা করাও কঠিন হয়ে পড়েছে তার জন্য। সেক্ষেত্রে দ্বারস্হ হয়েছেন সদ্য ফ্রেঞ্চ ওপেন জেতা রাফায়েল নাদালের। ৩৬ বছর বয়সে এসেও তরুণদের হারিয়ে গ্র্যান্ড ¯−াম জিতে যাচ্ছেন এই স্প্যানিশ তারকা। মেসিও ঠিক তেমনটাই, ‘আর কী বলব বুঝতে পারছি না। ব্যাপারটা ব্যাখ্যা করা কঠিন। অনেকটা রাফায়েল নাদালের মতো। এখানে আর কী-ই বা বলতে পারেন আপনি! ওকে বর্ণনা করার কোনো শব্দ খুঁজে পাওয়া কঠিন, বিশেষ করে ও যা করে দেখায় সেটি। এটা অনন্য। ওকে এই দলের সঙ্গে পাওয়া, ওকে অনুশীলন করানো, ওর আচরণ, জাতীয় দলকে ওর প্রতিনিধিত্ব করতে দেখা এক আনন্দের ব্যাপার।’ দিয়েগো ম্যারাডোনার পর আর্জেন্টিনার ইতিহাসে সেরা ফুটবলারের তালিকা করলে মেসির নামই আগে আসবে। কেউ কেউ আবার ম্যারাডোনার চেয়েও উঁচুতে রাখেন মেসিকে। তবে মেসি কেবলই আর্জেন্টিনার নন, তিনি পুরো বিশ্বের বলে জানালেন স্কালোনি, ‘আমরা শুধু তাকে ধন্যবাদই দিতে পারি। আমি মনে করি, সে শুধু আর্জেন্টিনার সম্পদ নয়, বিশ্বের সম্পদ।’ বয়স বিবেচনায় রাখলে মেসির ক্যারিয়ারে এখন গোধূলিলগ্ন চলছে। মেসি না থাকলে যে ফুটবলটাই অন্যরকম হয়ে যাবে, সেটা বুঝতে পারছেন স্কালোনি। তাই সমর্থকদের কাছে আহŸান জানাচ্ছেন যত দিন সম্ভব মেসির খেলা উপভোগ করার। আর্জেন্টিনার কোচ বলেন, ‘যেদিন থেকে সে আর খেলবে না, তার জন্য মন পুড়বে। এ কারণে আমি শুধু চাই, সে আরও খেলে যাক, সবাই তার খেলা উপভোগ করুক, ওকে আগলে রাখুক। কারণ, ওকে খেলতে দেখাটা দারুণ আনন্দের।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com