মীর আবু বকরঃ বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের অভিঘাতে বিপর্যস্ত অঞ্চল সমূহে মেয়েদের শিক্ষা প্রসারে সম্মিলিত উদ্যোগ বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে শহরের মোজাফফার গার্ডেনের কনফারেন্স রুমে বেসরকারি সেবা সংস্থা ডিআরআরএ ও বাংলাদেশ মালালা ফাউন্ডের যৌথ আয়োজনে ডিআরআরএ নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বলেন, দুর্যোগ কালীন সময়ে উপকূলের মেয়েরা ঝুরে পড়ে। আমাদের শ্যামনগর সবচেয়ে দুর্যোগ পুণ্য এলাকা। এখানে নিরাপদ খাবার পানির সংকট রয়েছে। বহুদূর থেকে পানি সংগ্রহ করতে হয়, ফলে নারীদের বিভিন্ন রোগের ঝুঁকিতে থাকে। মেয়েদের বন্ধু হচ্ছে তার মা, তাদের মনের কথা স্বাধীনভাবে মাকে বলতে পারে। মেয়েদের ভালোভাবে গড়ে ওঠার আগেই পিতা মাতা কম বয়সে বিবাহ দেন। তিনি আরো বলেন, মেয়েদের আর পিছিয়ে থাকার সুযোগ নাই যোগ্য করে গড়ে তুলতে পারলেই সে অনেক কিছু করতে পারবে। উপকূলের মেয়েদের বহুমুখী সমস্যাগুলো চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করতে হবে। মেয়েদের নিরাপদ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে। তবে মেয়েরা জাতি গঠনের অনন্য ভূমিকা রাখতে পারবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ শেখ সুফিয়ান রুস্তম, অতিঃ পুলিশ সুপার ডিএসবি আতিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, মালালা ফাউন্ডের বাংলাদেশ পরিচালক মোশাররফ তানসেন। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজান কবির, প্রধান শিক্ষক সচিন চন্দ্রনাথ মিস্ত্রি, শিক্ষার্থী হুমায়রা তানজিন, ইশরাক জাহান। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।