দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরপরই বাংলাদেশ সফরে আসার কথা ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের। তবে নিরাপত্তা ইস্যুর কারণে সেই সফর স্থগিত করে কিউইরা। অবশেষে নিউজিল্যান্ড ‘এ’ দল বাংলাদেশে আসছে আগামী মে মাসে। গত আগস্ট মাসে বাংলাদেশের ওপর ট্রাভেল রেস্ট্রিকশন দিয়েছিল কয়েকটি দেশ। এর ধারাবাহিকতায় নিউজিল্যান্ড ‘এ’ দলের বাংলাদেশ সফর স্থগিত করা হয়। লাল ও সাদা বলে পৃথক দুই সিরিজ খেলতে সেপ্টেম্বরের শেষাংশে বাংলাদেশ সফরে আসার কথা ছিল কিউইদের। ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর বাংলাদেশে পা রেখে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ও কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুটি চারদিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচ খেলার কথা ছিল নিউজিল্যান্ড ‘এ’ দলের। সেই সফর এবার আলোর মুখ দেখতে চলেছে। যদিও সফরে কোন ফরম্যাটের কয়টি ম্যাচ খেলবে কিউইরা তা এখনও জানা যায়নি। তবে আগের সূচির মতোই একদিনের ও চারদিনের ম্যাচ থাকছে। এই সফরের নিশ্চয়তার জন্য নিউজিল্যান্ড ক্রিকেটের ২ জন পরিদরসক বাংলাদেশে এসে এখানকার পরিস্থিতি ও আয়োজন দেখে গিয়েছেন। তাদের সন্তুষ্টির ভিত্তিতেই আলোর মুখ দেখতে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল ও নিউজিল্যান্ড ‘এ’ দলের মধ্যকার এই সিরিজ।