বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় চুরি হওয়া মটর সাইকেল সহ একজন চোরকে গ্রেফতার এবং পরিত্যাক্ত অবস্থায় আরো একটি মটর সাইকেল উদ্ধার করা হয়েছে। গতকাল জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) এর দিক নির্দেশনায় থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ এর নেতৃত্বে এসআই মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদ প্রাপ্ত হইয়া অভিযান পরিচালনা করে চুরি মামলায় চুরি হওয়া হিরো মটর সাইকেল সহ চোর সাতক্ষীরা সদর রাজার বাগান গ্রামের মৃত করিম গাজীর পুত্র মোঃ রবিউল বাসার (৩৬)কে গ্রেফতার করে এবং এসআই মোঃ আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ আর একটি ঞটজইঙ মটর সাইকেল পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে। এবিষয়ে থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক দৃষ্টিপাতকে জানান, দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে এবং একজন চোরকে গ্রেপ্তারপূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।