সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মোটরসাইকেল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ১ মার্চ, ২০২৫

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি \ সাতক্ষীরার কলারোয়ায় মোটরসাইকেল কিনে না দেয়ায় পিতার ওপর অভিমান করে আবু সাঈদ (১৫) নামের এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। শনিবার তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় সে ঘরের আড়ার সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে বলে পারিবারিক সূত্র জানায়। আবু সাঈদ উপজেলার আলাইপুর গ্রামের শিমুল গাজীর ছেলে। ধানদিয়া হাইস্কুল থেকে ২০২৫ সালের এসএসসি পরীক্ষা দেয়ার কথা ছিলো তার। আবু সাঈদ তার ফুফার বাড়ি জালালাবাদ ইউনিয়নের আহসাননগর গ্রামের মৃত বাশার সরদারের ছেলে কুদ্দুস হোসেনের (ফুফা) বাড়ীতে থেকে লেখাপড়া করতো। ঘটনার সত্যতা নিশ্চিত করে সাঈদের ফুফা এনামুল হক জানান, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে খাওয়ার জন্য ডাকাডাকি করতে থাকে। কোন সাড়া না পেয়ে ফুফু দরজার পাশের ফাঁকা দিয়ে দেখতে পায় ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে গলায় পেঁচিয়ে সাঈদ ঝুঁলছে। তাৎক্ষনিক ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে দেখে সে মারা গেছে। প্রতিবেশীরা জানান, পিতা শিমুল অর্থনৈতিক কারণে তার ছেলে সাঈদকে ফুফার বাড়িতে থেকে লেখাপড়া করাতো। বেশ কিছুদিন ধরে সাঈদ তার পিতার কাছে মোটরসাইকেল কেনার জন্য বলছিলো। মোটরসাইকেল কিনে না দেয়ার কারণে পিতার ওপর অভিমান করে সে আত্মহত্যা করে থাকতে পারে। সাঈদ ছিলো তার পিতা শিমুল ও মা শাহানাজ পারভীন দম্পত্তির একমাত্র ছেলে। তার ছোট বোন তিশার বয়স ৫ বছর। শনিবার (১ মার্চ) কলারোয়া থানার ডিউটি অফিসার এসআই আব্দুর রউফ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা (নং—০৪, ০১/০৩/২০২৫) হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com